চ্যাম্প

২০১৭-এর রাজ চক্রবর্তী পরিচালিত চলচ্চিত্র
(চ্যাম্প (চলচ্চিত্র) থেকে পুনর্নির্দেশিত)

চ্যাম্প ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা চলচ্চিত্র, এটি হল একটি নির্মানাধীন খেলাধুলাড্রামাটিক চলচ্চিত্র।এই চলচ্চিত্রটি পরিচালনা করছেন রাজ চক্রবর্তী। প্রযোজনা করছেন অভিনেতা দেব[] এই চলচ্চিত্রে দেবের বিপরীতে অভিনয় করছেন রুক্মিণী মৈত্র এবং চিরঞ্জিত চক্রবর্তী , প্রিয়াঙ্কা সরকার, কৌশিক গঙ্গোপাধ্যায়, লাবণী সরকার এই চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় রয়েছেন।[] চলচ্চিত্রটি ক্রীড়া সংক্রান্ত হওয়ায় রাজ্য সরকার এই চলচ্চিত্রটিকে করমুক্ত করেছে।[] চলচ্চিত্রটি ২০১৭ সালের ২৩ জুন পশ্চিমবঙ্গের ১৪০ টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ৩০ জুন ও ২১ জুলাই যথাক্রমে সারা ভারত ও বাংলাদেশে মুক্তি পায়।

চ্যাম্প
চ্যাম্প চলচ্চিত্রের বাণিজ্যিক পোষ্টার
চ্যাম্প
পরিচালকরাজ চক্রবর্তী
প্রযোজকদেব এন্টারটেনমেন্ট ভেনচার
রচয়িতাদীপক অধিকারী
শ্রেষ্ঠাংশে
সুরকারজিৎ গাঙ্গুলী
চিত্রগ্রাহকসৌমিক হালদার
সম্পাদকসন্তু সাহা
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকশ্রী ভেঙ্কটেশ ফিল্মস
মুক্তি
  • ২৩ জুন ২০১৭ (2017-06-23) (পশ্চিমবঙ্গ)
  • ৩০ জুন ২০১৭ (2017-06-30) (সারা ভারত)
  • ২১ জুলাই ২০১৭ (2017-07-21) (বাংলাদেশ)
দেশ ভারত
ভাষাবাংলা
নির্মাণব্যয়৫ কোটি রুপি
আয়৮.৯০ কোটি রুপি

অভিনয়ে

সম্পাদনা

গোটা সিনেমার কোলাজ দিয়েই শুরু হয় ছোট্ট শিবাজির উত্থান কাহিনী। পুরুলিয়ার কোন এক প্রত্যন্ত গ্রামের অভাব অনটনে মানুষ হওয়া ছোট্ট শিবাজি ডাস্টবিন থেকে খাবার খুঁজতে গিয়ে কুড়িয়ে পায় বক্সিং গ্লাভস আর দেখতে পায় বাড়ির পাশে মুদির দোকানের সাদা-কালো টিভিতে গুরুদেব মুহাম্মদ আলির বক্সিং! ব্যস ছোট্ট শিবাজির মাথায় ঢুকে যায় বড় হয়ে কি হতে চলছে, সেই সাধনাতে মগ্ন ছোট্ট শিবাজি ডুব দেয় গ্রামের পুকুরে আর জাম্প কাটে বেরিয়ে আসে শিবাজি (দেব), সাদর অভ্যর্থনা পায় হলের হাততালি আর সিটি দিয়ে! এরপরই শিবাজি পায় তার শিক্ষাগুরু বুড়োদা (চিরঞ্জিৎ) কে, যার হাত ধরে সে প্রথমবার আসে কলকাতায় আর সঙ্গে পায় একজন অন্ধভক্ত বুড়োদা’র বোন  সাথী (প্রিয়াঙ্কা সরকার) কে, যে নিজের সোনার হার বিক্রি করে কিনে নিয়ে আসে বক্সিং গ্লাভস শিবাজির জন্য! এরপর নানা ঘাত-প্রতিঘাতে এগিয়ে যায় শিবাজির ওয়ার্ল্ড চ্যাম্পিয়ান হওয়ার গল্প। গল্পের প্রত্যেক মোড়ে মেলে বেশ কয়েকটি চরিত্র, তাদের মধ্যে কমলেশ্বর মুখার্জি, পদ্মনাভ দাসগুপ্ত বেশ নজর কেড়েছেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ একটা কথা এই সিনেমা মনে করায় যে, প্রত্যেক সফল পুরুষের পেছনে থাকেন একজন নারী! এই আপ্তবাক্য এখানে ভীষণ স্পষ্ট, শিবাজি’র জীবনেও দুজন নারী কখনো হাঁসিয়েছেন আবার কখনো কাঁদিয়েছেন, একজন শিবাজির মা (লাবণী সরকার) ও স্ত্রী জয়া (রুক্মিণী)।

চ্যাম্প
সাউন্ডট্র্যাক অ্যালবাম
মুক্তির তারিখ২০১৭
শব্দধারণের সময়২০১৭
ঘরানাচলচ্চিত্রের গান
দৈর্ঘ্য২১:৪৯
সঙ্গীত প্রকাশনীদেব এন্টারটেনমেন্ট ভেনচার, জী মিউজিক বাংলা, ভি মিউজিক
প্রযোজকশ্রী ভেঙ্কটেশ ফিল্মস
দেব এন্টারটেনমেন্ট ভেনচার
শ্রীকান্ত মহথা
কালক্রম
জুলফিকার
(২০১৬)
চ্যাম্প
(২০১৭)
String Module Error: Match not found
(String Module Error: Match not found)

এই চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেছেন জীৎ গাঙ্গুলীরাফতার সিং । গান লিখেছেন ।

নং.শিরোনামগীতিকারকণ্ঠশিল্পী(গণ)দৈর্ঘ্য
১."তু হি হে চ্যাম্প"অনিন্দসুপ্রতিক ব্যানার্জী০৪:০৯
২."জয়া তোমারই"রাজা চন্দদেব নেগি০৩:৫৪
৩."মওলা রে"অনিন্দ্য চট্টোপাধ্যায়অরিজিৎ সিং০৫:৩৭
৪."দেখো দেখো চ্যাম্প"রাফতারদেব, রাফতার০২:৩৬
৫."আমিও চ্যাম্প"অনুপম রায়অনুপম রায়০৩:০৯

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Dev to play a boxer in his second production"Hindustan Times। সংগ্রহের তারিখ ১ নভে ২০১৬ 
  2. "Dev and Rukmini hit it out of the ring with Champ"The Telegraph (Calcutta)। ৩ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১৭ 
  3. "করমুক্ত হল দেবের চ্যাম্প" [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]