চোংকিং আইএফএস টি১
চোংকিং আইএফএস টি১ হল চীনের চোংকিং -এ একটি অতি উঁচু আকাশচুম্বী ভবন । এটি ৩১৬ মিটার (১,০৩৬.৭ ফু) লম্বা। ২০১৬ সালে এর নির্মাণ শেষ হয়।[১]
চোংকিং আইএফএস টি১ | |
---|---|
সাধারণ তথ্যাবলী | |
অবস্থা | সম্পন্ন |
অবস্থান | চোংকিং |
দেশ | চীন |
নির্মাণ শুরু | ২০১০ |
সম্পূর্ণ | ২০১৬ |
Height | |
স্থাপত্য | ৩১৬ মিটার (১,০৩৬.৭ ফু) |
শীর্ষবিন্দু পর্যন্ত | ৩১৬ মিটার (১,০৩৬.৭ ফু) |
কারিগরী বিবরণ | |
তলার সংখ্যা | ৭০ |
ভবনটিতে ৭০টি তলা আছে। এটি চোংকিং-এর উচ্চতম ভবনগুলোর একটি।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Chongqing IFS T1"। The Skyscraper Center। Council on Tall Buildings and Urban Habitat। সংগ্রহের তারিখ জানুয়ারি ২০, ২০১৫।