চৈতালি
চৈতালি রবীন্দ্রনাথ ঠাকুর কর্ত্তৃক রচিত একটি বাংলা কাব্যগ্রন্থ।[১][২][৩] এটি আশ্বিন, ১৩০৩ (১৮৯৬ খ্রীস্টাব্দ) বঙ্গাব্দে প্রকাশিত হয়।[১][৪] এতে সর্বমোট ৭৮টি কবিতা রয়েছে।[৫] এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার "চিত্রা-চৈতালি পর্ব"-এর অন্তর্গত একটি উল্লেখযোগ্য সৃষ্টি।[২] রবীন্দ্রনাথ গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সং অফারিংসে "চৈতালি" থেকে ১টি কবিতা অন্তর্ভুক্ত করেছেন।[৬]
সূচনা
সম্পাদনারবীন্দ্রনাথ এই কাব্যগ্রন্থের সূচনাতে বলেছেন, "..... চৈতালিতে অনেক কবিতা দেখতে পাই যাতে গানের বেদনা আছে, কিন্তু গানের রূপ নেই। কেননা তখন যে-আঙ্গিকে আমার লেখনীকে পেয়ে বসেছিল তাতে গানের রস যদি বা নামে, সুুর জায়গা পায় না।"[৭]
কবিতার তালিকা
সম্পাদনা"চৈতালি" কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাগুলো হল[৫]–
১. গীতহীন
২. স্বপ্ন
৩. আশার সীমা
৪. দেবতার বিদায়
৫. পুণ্যের হিসাব
৬. বৈরাগ্য
৭. মধ্যাহ্ন
৮.পল্লীগ্রামে
৯. সামান্য লোক
১০. প্রভাত
১১. দুর্লভ জন্ম
১২. খেয়া
১৩. কর্ম
১৪. বনে ও রাজ্যে
১৫. সভ্যতার প্রতি
১৬. বন
১৭. তপোবন
১৮. প্রাচীন ভারত
১৯. ঋতুসংহার
২০. মেঘদূত
২১.দিদি
২২. পরিচয়
২৩. অনন্ত পথে
২৪. ক্ষণমিলন
২৫. প্রেম
২৬. পুঁটু
২৭. হৃদয়ধর্ম
২৮. মিলনদৃশ্য
২৯. দুই বন্ধু
৩০. সঙ্গী
৩১. সতী
৩২. স্নেহদৃশ্য
৩৩. করুণা
৩৪. পদ্মা
৩৫. স্নেহগ্রাস
৩৬. বঙ্গমাতা
৩৭. দুই উপমা
৩৮. অভিমান
৩৯. পরবেশ
৪০. সমাপ্তি
৪১. ধরাতল
৪২.তত্ত্ব ও সৌন্দর্য
৪৩. তত্ত্বজ্ঞানহীন
৪৪. মানসী
৪৫. নারী
৪৬. প্রিয়া
৪৭. ধ্যান
৪৮. মৌন
৪৯. অসময়
৫০. গান
৫১. শেষকথা
৫২. বর্ষশেষ
৫৩. অভয়
৫৪. অনাবৃষ্টি
৫৫. অজ্ঞাত বিশ্ব
৫৬. ভয়ের দুরাশা
৫৭. ভক্তের প্রতি
৫৮. নদীযাত্রা
৫৯. মৃত্যমাধুরী
৬০. স্মৃতি
৬১. বিলয়
৬২. প্রথম চুম্বন
৬৩. শেষ চুম্বন
৬৪. যাত্রী
৬৫. তৃণ
৬৬. ঐশ্বর্য
৬৭. স্বার্থ
৬৮. প্রেয়সী
৬৯. শান্তিমন্ত্র
৭০. কালিদাসের প্রতি
৭১. কুমারসম্ভবগান
৭২. মানসলোক
৭৩. কাব্য
৭৪. প্রার্থনা
৭৫. ইচ্ছামতী
৭৬. শুশ্রূষা
৭৭. আশিস-গ্রহণ
৭৮. বিদায়
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "কবিগুরুর সাহিত্যকর্ম"। risingbd.com। ২০১৪-০৮-০৯। সংগ্রহের তারিখ ২০২০-০৭-০৪।
- ↑ ক খ বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, ড. দুুুলাল চক্রবর্তী, জুুুলাই - ২০০৭, বাণী বিতান।
- ↑ "কবিতা | রবীন্দ্র রচনাবলী"। rabindra-rachanabali.nltr.org। সংগ্রহের তারিখ ২০২০-০৭-০৪।
- ↑ admin (২০২০-০৫-০৮)। "রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের একজন অন্যতম কবি ও সাহিত্যিক"। নিউজ সারাদিন (ইংরেজি ভাষায়)। ২০২০-০৭-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৭-০৪।
- ↑ ক খ চৈতালি – রবীন্দ্র রচনাবলী
- ↑ "গীতাঞ্জলি - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২০-০৭-৩০।
- ↑ "চৈতালি - সূচনা | রবীন্দ্র রচনাবলী"। rabindra-rachanabali.nltr.org। সংগ্রহের তারিখ ২০২০-০৭-০৪।