চেঞ্জলিং (চলচ্চিত্র)
চেঞ্জলিং (ইংরেজি ভাষায়: Changeling) ক্লিন্ট ইস্টউড পরিচালিত মার্কিন চলচ্চিত্র। সত্য কাহিনীর উপর ভিত্তি করে নির্মীত এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন অ্যাঞ্জেলিনা জোলি। বিংশ শতকের প্রথমার্ধে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস অঙ্গরাজ্যে বহুল আলোচিত ওয়াইনভিল চিকেন কুপ হত্যাযজ্ঞ নিয়ে সিনেমার কাহিনী।