চেকিতান
চেকিতান, চেকিতান মহাভারতের একটি চরিত্র । [১] ইনি একজন যদু-বৃষ্ণিবংশীয় রাজা। ইনি বসুদেবের ভগিনী শ্রুতকীর্তি ও কেকয়রাজ ধৃষ্টকেতুর তৃতীয় পুত্র।তার অন্যান্য ভাইরা হলেন সন্তরদন,বৃদ্ধক্ষত্র, যুদ্ধমুষ্টি o সুমুষ্টিক। তার বোন ভদ্রা শ্রীকৃষ্ণের স্ত্রী।দ্রৌপদীর স্বয়ম্বর সভায় চেকিতান উপস্থিত হয়েছিলেন। তিনি মহাভারত যুদ্ধের প্রথম দিন থেকেই পাণ্ডব সেনাবাহিনীর অন্যতম বীর ছিলেন। [২]
ইন্দ্রপ্রস্থে দানবরাজ ময় নির্মিত সভাস্থলে যুধিষ্ঠিরের প্রবেশের সময় যে সব নৃপতিগণ তাঁর সঙ্গে ছিলেন তাঁদের মধ্যে চেকিতান একজন। চেকিতান রাজসূয় যজ্ঞ উপলক্ষ্যে যুধিষ্ঠিরকে একটি তূণীর উপহার দেন।
কুরুক্ষেত্রের যুদ্ধে যুধিষ্ঠির পাঞ্চাল রাজপুত্র ধৃষ্টদ্যুম্নকে পাণ্ডবদের সেনাপতি নির্বাচন করেন। এরপর ধৃষ্টদ্যুম্ন পাণ্ডব পক্ষীয় যােদ্ধাদের মধ্যে কে কোন কৌরব যােদ্ধার বিরুদ্ধে যুদ্ধ করবেন স্থির করে দেন। ধৃষ্টদ্যুম্ন এ সময় চেকিতানকে সােমদত্তের পুত্র শলের সঙ্গে যুদ্ধ করার নির্দেশ দেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Chekitana"। Glorious Hinduism (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৫-২৬। সংগ্রহের তারিখ ২০২০-০৯-১৫।
- ↑ "Chekitana - Jatland Wiki"। www.jatland.com। সংগ্রহের তারিখ ২০২০-০৯-১৫।
- ↑ হরিদাস সিদ্ধান্তবাগীশ ভট্টাচার্য অনুদিত মহাভারত। বিশ্ববানী।
- ↑ রামায়ণ-মহাভারত-মুখ্যপুরাণ, পুরাণকোষ। নৃসিংহপ্রসাদ ভাদুড়ী সম্পাদিত। সাহিত্য সংসদ। আইএসবিএন 978-81-7955-275-9।