চেংমারী ইউনিয়ন
চেংমারী ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন পরিষদ।[১][২] এটি ৩৬.২০ বর্গকিমি (১৩.৯৮ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং ২০১১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ৩৪,৭৯৫ জন। ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা ১৯টি ও মৌজার সংখ্যা ১৭টি।[৩]
চেংমারী ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
চেংমারী ইউনিয়ন পরিষদ | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | রংপুর জেলা |
উপজেলা | মিঠাপুকুর উপজেলা |
প্রতিষ্ঠা | ১৯৬০ ইং |
আয়তন | |
• মোট | ৩৬.২০ বর্গকিমি (১৩.৯৮ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৩৪,৭৯৫ |
• জনঘনত্ব | ৯৬০/বর্গকিমি (২,৫০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
নামকরণ
সম্পাদনানামকরণ নিয়ে গ্রন্থগত কোন ইতিহাস নাই, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের বয়সের ভারে নজ্যু এমন সুধীজনের কাছে জানা যায় যে, ব্রিটিশ শাসনামলে পঞ্চায়েত প্রথা শুরুর লগ্নে বিশালাকার পাঁচটি বটবৃক্ষের ছায়াতলে এলাকার লোকজন বিশ্রাম নিতো এবং রাত্রীকালে পুথি পড়া সহ বিভিন্ন আমোদ-প্রমোদ করতো। এমনকি এলাকার পারিবারিক সালিশী কাজও ঐ স্থানে চলতো। তাই ঐ স্থানটি পাঁচগাছী নামে জনমুখে পরিচিতি লাভ করে। পরে গাছগুলি সরকারীভাবে বিক্রি হলেও ঐ গ্রামের নাম দেয়া হয় পাঁচগাছী। কালের বিবর্তনে পঞ্চায়েত প্রথা বিলুপ্ত হওয়ার প্রাক্কালে ইউপি গঠনের শুরুতে পঞ্চায়েত প্রধানের কাছে ইউনিয়নের নাম চাওয়া হয়, তৎকালীন পঞ্চায়েত প্রধান ঐ পাঁচগাছীর স্থায়ী বাসিন্দা হওয়ায়, তিনি অত্র ইউনিয়নের নাম রাখেন চেংমারী ইউনিয়ন। যাহা এখন স্থায়ী ০৮নং চেংমারী ইউপি-র রুপ নেয়।[৪] অথবা এ ইউনিয়নের একটি গ্রামের নাম চেংমারি। এখান থেকে এ নাম হতে পারে।
গ্রামসমূহ
সম্পাদনা- গিলাঝুকি
- চেংমারী
- তিলকপাড়া
- মামুদেরপাড়া
- লোহাকুচি
- আবিরেরপাড়া
- ফরমুদেরপাড়া
- কি:হাড়ড়পাড়
- হাড়ড়পাড়া
- মালিপাড়া
- কোমরপুর
- রামনাথপুর
- বিলাহরিহরপুর
- মাহিয়ারপুর
- আকবপুর
- তাহিয়ারপুর
- জালাদিপুর
- রামেশ্বরপুর
- ধোপাকোল।[৫]
অন্যান্য
সম্পাদনা- ইউনিয়ন কোড:৪৩
- এলজিইডি কোড :৭৮৫৫৮৩৩
- স্থাপিত: ১৯৬০ সন
- ওয়ার্ড: ০৯ টি
- হাটবাজারেরসংখ্যাঃ০৪টি
- মসজিদেরসংখ্যাঃ৫৩টি
- মন্দির : ১ টি
- কবরস্থান: ৫ টি
- ঈদগা: ৩৬ টি
- শ্বশান: ১ টি।[৬]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "চেংমারী ইউনিয়ন"। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬।
- ↑ "Union Parishad List"। Local Government Engineering Department (LGED)। ৫ আগস্ট ২০১২। ৫ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৯।
- ↑ "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬।
- ↑ "চেংমারী ইউনিয়ন"। chengmariup.rangpur.gov.bd (ইংরেজি ভাষায়)। ২০২১-০৭-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৯।
- ↑ "চেংমারী ইউনিয়ন"। chengmariup.rangpur.gov.bd (ইংরেজি ভাষায়)। ২০২১-০৭-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৯।
- ↑ "চেংমারী ইউনিয়ন"। chengmariup.rangpur.gov.bd (ইংরেজি ভাষায়)। ২০২১-০৭-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৯।