চূর্ণী নদী
চূর্ণী নদী ভারতের নদীয়া জেলার মাজদিয়া মাথাভাঙ্গা নদী থাকে উৎপন্ন হয়েছে। এর পর নদীটি ৫৬ কিমি প্রবাহিত হয়ে পায়রাডাঙ্গার কাছে শিবপুরে হুগলী নদীতে পতিত হয়েছে।
চূর্ণী নদী | |
হালালপুর কৃষ্ণপুরে চুর্নী নদীর দৃশ্য
| |
দেশ | ভারত |
---|---|
রাজ্য | পশ্চিমবঙ্গ |
অঞ্চল | প্রেসিডেন্সি বিভাগ |
জেলা | নদীয়া |
নগর | মাজদিয়া, রানাঘাট, চাকদহ |
উৎস | মাথাভাঙ্গা নদী |
- অবস্থান | মাজদিয়া, নদীয়া, পূর্ব ভারত, পশ্চিমবঙ্গ, ভারত |
মোহনা | হুগলী নদী |
- অবস্থান | চাকদহ, নদীয়া, পূর্ব ভারত, পশ্চিমবঙ্গ, ভারত |
দৈর্ঘ্য | ৫৬ কিলোমিটার (৩৫ মাইল) |
|
প্রবাহ
সম্পাদনাকুষ্টিয়া জেলায় পদ্মা নদী থেকে মাথাভাঙ্গা নদী উৎপন্ন হয়ে নদিয়া জেলার মাজদিয়াতে (পাবাখালি) দুটি প্রবাহে ভাগ হয় — ইছামতি ও চূর্ণী নদী। উৎস থেকে পাবাখালি পর্যন্ত পর্যন্ত মাথাভাঙ্গার দৈর্ঘ্য ১৯৬.৪০ কিলোমিটার। মাজদিয়া থেকে ইছামতি দক্ষিণে প্রবাহিত হয়েছে, এবং চূর্নী দক্ষিণ-পশ্চিমে বাহিত হয়েছে।[১] চূর্নী নদীটি মাজদিয়া, শিবনিবাস, হাঁসখালি, বীরনগর, আরংঘাটা ও রানাঘাটের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে হুগলি নদীতে পতিত হয়েছে। মাজদিয়ায় (পাবাখালিতে) উৎসস্থল থেকে শিবপুরে হুগলী নদীতে সঙ্গমস্থল পর্যন্ত চূর্ণী নদীর দৈর্ঘ্য ~৫৩ কিলোমিটার (৩৩ মা)[২], যদিও মতান্তরে ~৫৬ কিলোমিটার (৩৫ মা)।[৩] নদীটির প্রবাহ পথে কিছু নদী চর বা দ্বীপ দেখা যায়, এবং বর্তমানে নাব্যতা হ্রাস পেয়েছে অতীতের তুলনায়।[৪]
ইতিহাস
সম্পাদনাজনশ্রুতি অনুযায়ী, চূর্ণী নদী হল একটি কৃত্রিম খাল। মহারাজা কৃষ্ণচন্দ্র শিবনিবাসে রাজধানী স্থানান্তর করার পর চূর্ণী নদী খনন করান[৫]। এই জনশ্রুতি নির্ভরযোগ্য তথ্যের উপর প্রতিষ্ঠিত নয়।[৬]। 'নদীয়াকাহিনী'[৭], 'ক্ষিতীশবংশাবলীচরিত'[৮] ও শ্রীমহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিতং[৯] মত প্রাচীন রচনাগুলিতে কোথাও নিশ্চিত করে বলা হয় নি যে, চূর্ণী নদী হল কৃত্রিম খাল;[১০] বরং চূর্নী যে বার বার মজে যাওয়া একটি প্রাকৃতিক নদী, সে বিষয়ে তথ্য নির্ভর আলোকপাত রয়েছে সাম্প্রতিক কিছু রচনায়।[১১][১২]
১৯৩০ সালে নদীটি এই অঞ্চলের প্রধান বাণিজ্য পথ হিসাবে ব্যবহৃত হত।
বাংলা সাহিত্যে
সম্পাদনারবীন্দ্রনাথের ১৩০৪ বঙ্গাব্দে রচিত, দেবতার গ্রাস, কবিতায় চূর্ণী নদীর কথা আছে। 'হেমন্তের প্রভাতশিশিরে ছলছল করে গ্রাম চূর্ণীনদীতীরে'। এছাড়া বাংলা জীবনমুখী গায়ক শিলাজিৎ মজুমদারের গানে চূর্নী নদীর কথা এসেছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা "আদর্শ হিন্দু হোটেল" বইয়েও চূর্ণী নদীন উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।
পাদটীকা
সম্পাদনা- ↑ "মাথাভাঙ্গা নদীর ভারতের অংশে এ নদীই চূর্নী নদী নামে প্রবাহিত হচ্ছে"।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "APRIL 2023 | Maadhukari.com"। maadhukari (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-২৬।
- ↑ Das, Balai Chandra; Ghosh, Sandipan; Islam, Aznarul; Roy, Suvendu (২০২০-১০-১২)। Das, Balai Chandra; Ghosh, Sandipan; Islam, Aznarul; Roy, Suvendu, সম্পাদকগণ। Anthropogeomorphology of Bhagirathi-Hooghly River System in India (ইংরেজি ভাষায়) (1 সংস্করণ)। CRC Press। আইএসবিএন 978-1-003-03237-3। ডিওআই:10.1201/9781003032373।
- ↑ নিজস্ব (২৮ অক্টোবর ২০১৩)। "নিরঞ্জনের পরে দূষণ নদীতে, নীরব প্রশাসন"। আনন্দবাজার পত্রিকা।
- ↑ Chatterjee, Mitrajit (২০১৭)। "An Enquiry in to The Evolution and Impact of Human Interference on The Churni River of Nadia District, West Bengal."। International Journal of Current Research,। 5(5), 1088-1092।
- ↑ "APRIL 2023 | Maadhukari.com"। maadhukari (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-২৬।
- ↑ মল্লিক, কুমুদনাথ (১৩১৭বঙ্গাব্দ)। নদীয়া কাহিনী। রানাঘাট। পৃষ্ঠা ২৪১। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য) - ↑ রায়, কার্তিকেয় চন্দ্র (১৮৭৬)। ক্ষিতীশবংশাবলীচরিত। কোলকাতা: নতুনসংস্কৃতযন্ত্র। পৃষ্ঠা ১০৭–১০৯।
- ↑ মুখোপাধ্যায়, শ্রীযুত রাজীবলোচন (১৮১১)। শ্রীমহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিতং। লন্ডন। পৃষ্ঠা ৩০–৩৩।
- ↑ দাশ, বলাই চন্দ্র (২০২৩)। "চূর্ণী এক চুরি করা জলের নদী: জনশ্রুতি আর সত্যের সন্ধানে"। মাধুকরী। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|আর্কাইভের-তারিখ=
(সাহায্য) - ↑ Sarkar B, Islam A and Das BC (২০২০)। Anthropo-Footprints on Churni River: A River of Stolen Water. In Das et al. (2020) eds. Anthropogeomorphology of Bhagirathi-Hooghly River System in India.। ISBN (eBook) 9781003032373.: Taylor & Francis Group. https://doi.org/10.1201/9781003032373। আইএসবিএন ISBN (eBook) 9781003032373.
|আইএসবিএন=
এর মান পরীক্ষা করুন: invalid character (সাহায্য)।|প্রকাশক=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য) - ↑ দাশ, বলাই চন্দ্র (২৭.০৩.২০২৩)। "চূর্ণী এক চুরি করা জলের নদী: জনশ্রুতি আর সত্যের সন্ধানে"। মাধুকরী। এপ্রিল ২০২৩। সংগ্রহের তারিখ ২৭.৩.২০২৩। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=, |সংগ্রহের-তারিখ=
(সাহায্য)