চুঁচুড়া সদর মহকুমা
পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটি মহকুমা
চুঁচুড়া সদর মহকুমা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার একটি মহকুমা। এর সদরদপ্তর হুগলি-চুঁচুড়া পৌরসভার চুঁচুড়া অঞ্চলে অবস্থিত।
চুঁচুড়া সদর | |
---|---|
মহকুমা | |
হুগলি জেলার মানচিত্রে চুঁচুড়া সদর মহকুমা | |
স্থানাঙ্ক: ২২°৫৪′ উত্তর ৮৮°২৩′ পূর্ব / ২২.৯০° উত্তর ৮৮.৩৯° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | হুগলি |
নামকরণের কারণ | চুঁচুড়া |
সদরদপ্তর | চুঁচুড়া |
আয়তন | |
• মোট | ১,১৪৮.১৫ বর্গকিমি (৪৪৩.৩০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১৬,৫৭,৫১৮ |
• জনঘনত্ব | ১,৪০০/বর্গকিমি (৩,৭০০/বর্গমাইল) |
ভাষা | |
• সরকারি | বাংলা, ইংরেজি |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
আইএসও ৩১৬৬ কোড | ISO 3166-2:IN |
যানবাহন নিবন্ধন | WB |
ওয়েবসাইট | hooghly |
এলাকা
সম্পাদনাচুঁচুড়া সদর মহকুমায় ৯টি থানা, ৫টি সমষ্টি উন্নয়ন ব্লক, ৫ টি পঞ্চায়েত সমিতি, ৬৯ টি গ্রাম পঞ্চায়েত, ৭৫৬টি মৌজা, ৭৪১টি জনবসতিপূর্ণ গ্রাম, ২টি পৌরসভা, ১টি প্রবৃদ্ধি এবং ২৩টি সেন্সাস টাউন রয়েছে। পৌরসভাগুলি হলো: হুগলি-চুঁচুড়া পৌরসভা ও বাঁশবেড়িয়া পৌরসভা।
সেন্সাস টাউনগুলি হলো: কোলা, হংসঘর, রঘুনাথপুর, মধুসূদনপুর, আমোদঘাটা, আলিখোজা, শঙ্খনগর, চক বাঁশবেড়িয়া, মানুষপুর, কেওটা, কোদালিয়া, নলডাঙ্গা, কুলিহাঁদা, ধর্মপুর, সিমলা, বাধাগাছি, মিরধঙ্গ, শ্রীপুর, পান্ধজুরা। মহকুমার সদর দপ্তর চুঁচুড়া।
হুগলি জেলা নিম্নলিখিত মহকুমায় বিভক্ত:[১]
মহকুমা | সদরদপ্তর | আয়তন কিমি২ |
জনসংখ্যা (২০১১) |
গ্রামীণ জনসংখ্যা % (২০১১) |
পৌর জনসংখ্যা % (২০১১) |
---|---|---|---|---|---|
চুঁচুড়া সদর | চুঁচুড়া | ১,১৪৮.১৫ | ১,৬৫৭,৫১৮ | ৬৮.৬৩ | ৩১.৩৭ |
চন্দননগর | চন্দননগর | ৫০৮.০৮ | ১,১২৭,১৭৬ | ৫৮.৫২ | ৪১.৪৮ |
শ্রীরামপুর | শ্রীরামপুর | ৪২২.৪৫ | ১,৪৬৯,৮৪৯ | ২৬.৮৮ | ৭৩.১২ |
আরামবাগ | আরামবাগ | ১,০৫৮.৮৭ | ১,২৬৪,৬০২ | ৯৪.৭৭ | ৫.২৩ |
হুগলি জেলা | চুঁচুড়া | ৩,১৪৯.০০ | ৫,৫১৯,১৪৫ | ৬১.৪৩ | ৩৮.৫৭ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "District Statistical Handbook 2014 Hooghly"। Table 2.2, 2.4(a)। Department of Statistics and Programme Implementation, Government of West Bengal। ২১ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৮।