চিলাহাটি ইউনিয়ন

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন

চিলাহাটি ইউনিয়ন বাংলাদেশের পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

চিলাহাটি
ইউনিয়ন
চিলাহাটি
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাপঞ্চগড় জেলা
উপজেলাদেবীগঞ্জ উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৫০২০
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

এই ইউনিয়নের আয়তন ২২.৫ বর্গ কিলোমিটার (১২০৯১ একর)[]

অবস্থান

সম্পাদনা

১নং চিলাহাটি ইউনিয়নটি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার সর্ব উত্তরে অবস্থিত। এর উত্তরে বড়শশী ইউনিয়ন (বোদা উপজেলা), দক্ষিণে টেপ্রীগঞ্জ ইউনিয়ন (দেবীগঞ্জ উপজেলা), পূর্বে ভোগডাবুড়ী ইউনিয়ন (ডোমার উপজেলা) এবং পশ্চিমে মাড়েয়া (বোদা উপজেলা) ও শালডাঙ্গা ইউনিয়ন (দেবীগঞ্জ উপজেলা)।

প্রশাসনিক এলাকা

সম্পাদনা

এই ইউনিয়নের অধীনে ৯টি ওয়ার্ড রয়েছে। এই এলাকায় গ্রামের সংখ্যা মোট ৬৮টি এবং মৌজা সংখ্যা ৬টি।

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

এই এলাকায় সর্বমোট ৩০১০০ জন বাস করে যার মধ্যে পুরুষ ১৫৬৯০ জন এবং মহিলা ১৪৪১০ জন[]

শিক্ষা

সম্পাদনা

এই এলাকায় ৩টি প্রাথমিক বিদ্যালয়. ১টি উচ্চ বিদ্যালয় এবং ১টি কলেজ রয়েছে[]। এই ইউনিয়নের শিক্ষার হার শতকরা প্রায় ৭৮%।

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা
  • সড়ক পথে

ঢাকা থেকেঢাকা-বঙ্গবন্ধু সেতু জাতীয় মহাসড়ক পথে রংপুর পর্যন্ত এবং রংপুর থেকে ৩৫ কিলোমিটার আসলে সৈয়দপুর এবং সৈয়দপুর থেকে উত্তর মুখো হয়ে নীলফামারী জেলাডোমার উপজেলা পর্যন্ত ০৬ কিঃমি উত্তর দিকে আসলে দেবীগঞ্জ উপজেলা পরিষদ। দেবীগঞ্জ উপজেলা থেকে ২০.০০ কি.মি. উত্তর পার্শ্বে ১নং চিলাহাটি ইউনিয়ন পরিষদ অবস্থিত।

পঞ্চগড়- দেবীগঞ্জ থেকে জাতীয় মহাসড়ক পথে বোদা উপজেলা পর্যন্ত এবং বোদা থেকে পূর্ব দিকে ১৯ কি.মি. আসলে পূর্ব পার্শ্বে ১৯.০০কি.মি. ১নং চিলাহাটি ইউনিয়ন পরিষদ।

দিনাজপুর- ১নং চিলাহাটি দিনাজপুরথেকে মহাসড়ক পথে ৪০ কি.মি. পথ আসলে বীরগঞ্জ উপজেলা, বীরগঞ্জ থেকে ২০ কিঃমি উত্তরে খানসামা, ২০ কি.মি. উত্তরে ঝাড়বাড়ী নামক বাজার এবং ঝাড়বাড়ী থেকেপর্যায়ক্রমে ০৬ কিঃমি লক্ষ্মীনারায়নী,০২ কিঃমি ফুলবাড়ীবাজার, ০৪ কিঃমি কালীগঞ বাজার হয়ে সর্বমোট ৮৩কিঃমি (দিনাজপুর-১নং চিলাহাটি) পথ আসলে ১নং চিলাহাটি ইউনিয়ন পরিষদ।

উল্লেখযোগ্য ব্যক্তি

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "চিলাহিাটির আয়তন"www.lcgbangladesh.org। ২৭ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৪ 
  2. "এক নজরে ১নং চিলাহাটি"bangladesh.gov.bd.com [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "শিক্ষা প্রতিষ্ঠানসমূহ"bangladesh.gov.bd.com [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ

সম্পাদনা