চিরুথা (চলচ্চিত্র)
চিতার ২০০৭ সালের ভারতীয় তেলুগু-ভাষার মারপিটধর্মী চলচ্চিত্র, যা পুরি জগন্নাধ, বিজয়ন্তী মুভিজের ব্যানারে পরিচালনা করেছেন এবং সিগি অশ্বিনী দত্ত প্রযোজনা করেছেন। ছবিটিতে জনপ্রিয় তেলুগু অভিনেতা রাম চরণ এবং দিল্লি-ভিত্তিক মডেল-অভিনেত্রী নেহা শর্মা মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন এবং উভয়েরই এটি অভিষেক চলচ্চিত্র ছিল। এছাড়াও প্রকাশ রাজ, আশীষ বিদ্যার্থী, ব্রাহ্মানন্দম অভিনয় করেছিলেন।[১][২]
চিরুথা | |
---|---|
পরিচালক | পুরি জগন্নাধ |
প্রযোজক | সি. অশ্বিনী দত্ত |
রচয়িতা | পুরি জগন্নাধ |
শ্রেষ্ঠাংশে | রাম চরণ নেহা শর্মা |
সুরকার | মণি শর্মা |
চিত্রগ্রাহক | শ্যাম কে. নাইডু |
সম্পাদক | এম আর বর্মা |
পরিবেশক | বৈজয়ন্তী মুভিজ |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৪৯ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | তেলুগু |
পটভূমি
সম্পাদনাএকজন অটোরচালক (সূর্য) মট্টু ভাইকে (আশীষ বিদ্যার্থী) একজন সাংবাদিককে হত্যা করতে দেখে নেন। অটো চালক মট্টু ভাই ও তার লোকেদের পুলিশ না আসা পর্যন্ত ধরে রাখে। এরপরে অটো চালক তার স্ত্রী (প্রগাথী) এবং ছোট ছেলে চরণের কাছে বাড়ি ফিরে যান। দুর্ভাগ্যক্রমে মট্টু ভাই এবং তার লোকেরা সেই রাতে তাদের বাড়িতে প্রবেশ করে। অটো চালক কে হত্যা করে, তার স্ত্রীকে গুরুতর আহত করা হয় এবং চরণ আহত অবস্থায় বেঁচে যায়। চরণের মায়ের অবস্থা গুরুতর হয়ে যায়, তবে চরণ ও তার চাচার (তানকিল্লা ভরণী) তার অপারেশনের জন্য অর্থ দেওয়ার মতো পর্যাপ্ত টাকা নেই। স্থানীয় মাফিয়া নেতার ছেলে একজনকে হত্যা করে এবং অর্থের বিনিময়ে চরণকে এই দায় নিতে একটি চুক্তির প্রস্তাব দেয়। মায়ের চিকিৎসার জন্য অর্থ জোগাড় করতে চরণ অপরাধটি নিজের কাঁধে গ্রহণ করে কারাগারে যায়। এভাবেই গল্প আগে বাড়তে থাকে।
অভিনয়
সম্পাদনা- রাম চরণ - চরণ
- নেহা শর্মা - সঞ্জনা
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Nonstopcinema Box Office - Chiruta Day 1 Shares : Telugu movies, tollywood, cinema
- ↑ ""CBO- Sep 28 to 30" - Sify.com"। ৫ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০২০।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে চিরুথা (ইংরেজি)
চলচ্চিত্র বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |