চলচ্চিত্রগ্রহণশিল্প

বাস্তব বিশ্বের চলমান চিত্র যন্ত্রে গ্রহণ ও ধারণ করার শিল্পকলা ও বিজ্ঞান
(চিত্রগ্রহণ থেকে পুনর্নির্দেশিত)

চলচ্চিত্রগ্রহণশিল্প, চলচ্চিত্রগ্রহণ, চলচ্চিত্র শিল্প বা চলচ্চিত্র কলা বলতে চলচ্চিত্রে চিত্র ধারণের জন্য আলোকসজ্জা এবং ক্যামেরা নির্দেশনাকে বোঝায়। একে চলচ্চিত্রতত্ত্ব, চলচ্চিত্রবিদ্যা বা চলচ্চিত্রবিজ্ঞান নামেও ডাকা হয়। ক্যামেরাকে বিশেষ দূরত্বে এবং বিশেষ কোণে স্থাপন করে এই চিত্রগ্রহণ করা হয়। [] চিত্রগ্রহণের সময় ক্যামেরা একই স্থানে স্থির অথবা চলমান থাকতে পারে। তাছাড়া ক্যামেরা নিজের অক্ষের উপর দু'পাশে ঘোরানো বা উপর নিচে ওঠানো নামানো হয়।

একজন চলচ্চিত্র-গ্রাহক (ক্যামেরাম্যান) চলচ্চিত্রগ্রাহী যন্ত্রে (মুভি ক্যামেরাতে) চলচ্চিত্র গ্রহণ ও ধারণ করছেন।

চিত্রগ্রহণের সবচেয়ে সহজ সৃজনশীল পদ্ধতি হল অভিনয়শিল্পীকে ক্যামেরা অনুসরণ করা। এর ফলে ক্যামেরা এক জায়গায় স্থির না রেখে চলমান অবস্থায় চিত্রগ্রহণ করতে হয়। এ কারণে চিত্রগ্রহণে বৈচিত্র্য সৃষ্টি হয়। অভিনয়শিল্পীকে অনুসরণ করতে গেলে ক্যামেরাকে নানা চলমান যন্ত্রের উপর স্থাপন করতে হয়। যেমনঃ ট্রলি, জিব আর্ম বা ক্রেন। এছাড়া চলমান গাড়ির উপরে ক্যামেরা স্থাপন করেও চলমান অবস্থায় চিত্রগ্রহণ করা হয়ে থাকে।


তথ্যসূত্র

সম্পাদনা
  1. Spencer, D A (১৯৭৩)। The Focal Dictionary of Photographic Technologies। Focal Press। পৃষ্ঠা 454। আইএসবিএন 978-0133227192