চার-ভরবেগ
বিশেষ আপেক্ষিকতায় চিরায়ত ত্রিমাত্রিক ভরবেগকে চার-মাত্রার স্থান-কালে সাধারণীকরণই চার-ভরবেগ বা four-momentum। ত্রিমাত্রিক ব্যবস্থায় ভরবেগ একটি ভেক্টর; অনুরূপভাবে স্থান-কালে চার-ভরবেগ হল একটি চার-ভেক্টর। কোন কণার আপেক্ষিক শক্তি = E, ত্রিমাত্রিক বেগ = v, ত্রিমাত্রিক ভরবেগ = p = (px, py, pz) = γmv, এবং লরেঞ্জ ফ্যাক্টর = γ হলে কণাটির কন্ট্রাভেরিয়েন্ট চার-ভরবেগ হবে
উপরে উল্লেখিত mv রাশিটি কণার সাধারণ অ-আপেক্ষিক ভরবেগ এবং m হল এর স্থির ভর। চার-ভরবেগ একটি লরেঞ্জ কোভেরিয়েন্ট হওয়ায় আপেক্ষিক গণনায় এটা কার্যকর, যার অর্থ হল, লরেঞ্জ রূপান্তরগুলোর অধীনে এটার রূপান্তরের ধরন জানা সহজ।
উপরের সংজ্ঞাটি x0 = ct স্থানাঙ্ক পদ্ধতিতে কাজ করে। কিছু লেখক x0 = t নিয়মটি প্রয়োগ করেন, যা p0 = E/c2 সহযোগে একটি পরিবর্তিত (মোডিফাইড) সংজ্ঞা প্রদান করে। এছাড়াও শক্তির প্রতীকটিকে বিপরীত (reversed) ধরেও কোভেরিয়েন্ট চার-ভরবেগ pμ কে সংজ্ঞায়িত করা সম্ভব।
তথ্যসূত্র
সম্পাদনা- Goldstein, Herbert (১৯৮০)। Classical mechanics (2nd সংস্করণ)। Reading, Mass.: Addison–Wesley Pub. Co.। আইএসবিএন 978-0201029185।
- Landau, L. D.; Lifshitz, E. M. (১৯৭৫) [1939]। Mechanics। Translated from Russian by J. B. Sykes and J. S. Bell. (3rd সংস্করণ)। Amsterdam: Elsevier। আইএসবিএন 978-0-7506-28969।
- Landau, L.D.; Lifshitz, E.M. (২০০০)। The classical theory of fields। 4th rev. English edition, reprinted with corrections; translated from the Russian by Morton Hamermesh। Oxford: Butterworth Heinemann। আইএসবিএন 9780750627689।
- Rindler, Wolfgang (১৯৯১)। Introduction to Special Relativity (2nd সংস্করণ)। Oxford: Oxford University Press। আইএসবিএন 978-0-19-853952-0।
- Sard, R. D. (১৯৭০)। Relativistic Mechanics - Special Relativity and Classical Particle Dynamics। New York: W. A. Benjamin। আইএসবিএন 978-0805384918।
- Lewis, G. N.; Tolman, R. C. (১৯০৯)। "The Principle of Relativity, and Non-Newtonian Mechanics"। Phil. Mag.। 6। 18 (106): 510–523। ডিওআই:10.1080/14786441008636725। Wikisource version