চার্লস মলিনেক্স, সেফটনের ৩য় আর্ল

ব্রিটিশ রাজনীতিবিদ

চার্লস উইলিয়াম মলিনেক্স, সেফটনের ৩য় আর্ল (১০ জুলাই ১৭৯৬ – ২ আগস্ট ১৮৫৫), স্টাইলড লর্ড মলিনিক্স (বা ১৮৩৮ সাল পর্যন্ত ভিসকাউন্ট মলিনিক্স ), ছিলেন একজন ব্রিটিশ হুইগ রাজনীতিবিদ।

রাজনৈতিক পেশা

সম্পাদনা

সেফটনকে ১৮৩২ সালে ল্যাঙ্কাশায়ার সাউথের সংসদে ফেরত দেওয়া হয়েছিল, এই আসনটি তিনি ১৮৩৫ সাল পর্যন্ত অধিষ্ঠিত ছিলেন।[] ১৮৩৮ সালে তিনি তার পিতার স্থলাভিষিক্ত হন এবং হাউস অফ লর্ডসে তার আসন গ্রহণ করেন। ১৮৫১ থেকে ১৮৫৫ সালের মধ্যে তিনি ল্যাঙ্কাশায়ারের লর্ড লেফটেন্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা