চার্লস বাখমান

মার্কিন কম্পিউটার বিজ্ঞানী

চার্লস উইলিয়াম বাখমান (১১ ডিসেম্বর, ১৯২৪ - ১৩ জুলাই, ২০১৭) একজন মার্কিন কম্পিউটার বিজ্ঞানী।

চার্লস উইলিয়াম বাখমান
Charles Bachman at the IUA Workshop, 2006
জন্ম(১৯২৪-১২-১১)১১ ডিসেম্বর ১৯২৪
মৃত্যু১৩ জুলাই ২০১৭(2017-07-13) (বয়স ৯২)
লেক্সিংটন, ম্যাসাচুসেটস, মার্কিন যুক্তরাষ্ট্র
জাতীয়তাআমেরিকান
মাতৃশিক্ষায়তনপেন্সিলভানিয়া বিশ্ববিদ্যালয়, মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণIntegrated Data Store
পুরস্কারটুরিং পুরস্কার ১৯৭৩
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রকম্পিউটার বিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহডাও কেমিক্যাল
জেনারেল ইলেকট্রিক
Cullinet
Bachman Information Systems

বাখমান ১৯২৪ সালে কানসাসের ম্যানহাটনে জন্মগ্রহণ করেন। ১৯৪৮ সালে তিনি মিশিগান স্টেট কলেজ থেকে যন্ত্র প্রকৌশলে ব্যাচেলর ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৫০ সালে পেন্সিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে যন্ত্র প্রকৌশলে মাস্টার ডিগ্রি অর্জন করেন। ১৯৬০ সালে তিনি জেনারেল ইলেক্ট্রিক কোম্পানীতে যোগদান করেন।

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা