চাটমোহর রাজা চন্দ্রনাথ ও বাবু শম্ভুনাথ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়
চাটমোহর রাজা চন্দ্রনাথ ও বাবু শম্ভুনাথ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় পাবনা জেলার চাটমোহর উপজেলায় অবস্থিত ১৮৬১ সালের বিদ্যালয়।
চাটমোহর আরসিএন এন্ড বিএসএন পাইলট উচ্চবিদ্যালয় | |
---|---|
ঠিকানা | |
পাবনা , ৬৬৩০ | |
স্থানাঙ্ক | ২৪°১৩′২১″ উত্তর ৮৯°১৮′৩″ পূর্ব / ২৪.২২২৫০° উত্তর ৮৯.৩০০৮৩° পূর্ব |
তথ্য | |
প্রতিষ্ঠাকাল | ১৮৬১ |
প্রতিষ্ঠাতা | রাজা চন্দ্রনাথ এবং বাবু শম্ভুনাথ |
ইআইআইএন | ১২৫৩৭৬ |
প্রধান শিক্ষক | আব্দুল জাব্বার |
শ্রেণি | ৬-১০ |
লিঙ্গ | মূলত এটি একটি বালক বিদ্যালয়, তবে বর্তমানে সহ-শিক্ষা চালু হয়েছে। |
বয়সসীমা | ১১-১৬ |
ভাষা | বাংলা |
শিক্ষায়তন | ১০ একর |
ক্যাম্পাসের ধরন | উপজেলা |
রং | সাদা ও খাকি |
ক্রীড়া | ক্রিকেট, ফুটবল, ব্যাটমিন্টন |
অন্তর্ভুক্তি | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী |
শিক্ষা প্রতিষ্ঠানটি শুধুমাত্র পাবনা জেলার প্রাচীন প্রতিষ্ঠান নয়, বরং বাংলাদেশের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান।[১] বর্তমানে ষষ্ঠ শ্রেণী হতে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু রয়েছে।
বিদ্যালয়টি ১৮৬১সালে প্রতিষ্ঠিত হয়েছে। ২০১১ সালে বিদ্যালয়টির ১৫০ তম বর্ষপূর্তি উৎসব পালন করা হয়। ২০১৩ সালে ১৫২তম বর্ষপূর্তি উৎসব পালন করা হয়। [২] ২০১৬ সালে ১৫৫ তম বর্ষপূর্তি পালন করা হয়।[৩] প্রতিষ্ঠানটি পাবনা জেলার ঐতিহ্য। বাংলাদেশের ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের সাথে জড়িত।
উল্লেখযোগ্য প্রাক্তন শিক্ষার্থী
সম্পাদনাচিত্রশালা
সম্পাদনা-
প্রধান ফটক এবং একাডেমিক ভবন।
-
শ্রেণীকক্ষ ও বারান্দা
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Chatmohar Raja Chandra Nath and Babu Shambhu Nath Pilot High School"। 150 Founding Anniversary Celebrating Convening Committee। সংগ্রহের তারিখ ২০১১-১০-০১।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ http://archive.ittefaq.com.bd/index.php?ref=MjBfMDFfMjRfMTNfNF80NV8xXzEzNjUx
- ↑ http://www.fns24.com/details.php?nssl=18eca0017c665a306df068efcc59d40c&nttl=1401201662344#.Vx2K8hzi1z0
বাংলাদেশের বিদ্যালয় বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |