চাওফা

একটি রাজকীয় উপাধি

চাওফা (আহোম ভাষা, থাই ভাষা, শান ভাষা, টাই ভাষা: অৰ্থ স্বর্গদেউ, স্বর্গের রাজা[]) হল আহোম রাজ্য , শান রাজ্য , দাঈ রাজ্য, থাই রাজ্য ও খামতীদের টাই-বংশানুক্ৰমিক টাইশাসকদের বুঝিয়ে ব্যবহার করা রাজকীয় উপাধি। কেবল টাই বংশের মানুষই এই উপাধি লাভ করেন। অসমীয়া ভাষায় এঁকে স্বর্গদেউ বলেও ডাকা হয়। চীনে দাই ও শানগণ (যার কিছু অংশ বার্মায় পড়ে) এই উপাধি ব্যবহার করেন[]। অসমের আহোম রাজ্যের সকল শাসককে চাও-ফা; স্বর্গদেউ বলে ডাকা হয়। থাই ভাষায় চাওফা ( เจ้าฟ้า ) শব্দের প্ৰয়োগ হয় যার দ্বারা থাই শাসক বোঝায়। কিছু টাই বুরঞ্জীর মতে ২য় শতক খ্ৰীস্টপূর্বের আগে থেকেই টাই শাসকগণ এই শব্দটি ব্যবহার করে আসছেন।[]

চাওফা
মং মাওমং খামের চাও ফা ও যুবরাজ
সর্বশেষ খেতাবধারীচাও ফা পুরন্দর সিংহ
অবস্থাNot used in Modern days
আহোম রাজা, শান প্রধান, থাই রাজপুত্র/ রাজকন্যা এবং খামতি প্রধান দ্বারা ব্যবহৃত একটি তাই রাজকীয় উপাধি।

ব্রিটিশ ঐপনিবেশিক শাসনামলে, এক সময়ে ১৪ থেকে ১৬ টি চাওফা ছিল। ১৯২২ সালে পর্যন্ত সংযুক্ত শান রাজ্য গঠিত হওয়ার আগ পর্যন্ত, প্রতিটি রাজ্যই চূড়ান্ত স্বায়ত্তশাসিত রাজ্য শাসন করত। সংযুক্ত শান রাজ্য গঠিত হওয়ার পর চাওফার ক্ষমতা হ্রাস পায়। তবে ১৯৫৯ সালে বার্মা ইউনিয়নকে সমর্থন জানিয়ে তারা তাদের উপাধিগুলি সম্মিলিতভাবে ত্যাগ না করা পর্যন্ত, তারা স্থানীয়ভাবে প্রশাসন, আদালত এবং স্থানীয় প্রশাসনে ভূমিকা রাখত। শানের আধা-স্বতন্ত্র শান রাজ্য (মং, শান: မိူင်း, উচ্চারণ [mə́ŋ]) হল আজকের পূর্ব মিয়ানমারের অংশটুকুই। এটি প্রতিবেশী দেশগুলিতে, বিশেষত চীনের ইউনান প্রদেশ সহ একই জাতীয় তাই / দাই রাজ্যের শাসকদের জন্যও ব্যবহার করা যেতে পারে।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Donald M. Seekins (২০০৬)। Historical Dictionary of Burma (Myanmar)। Scarecrow Press। entry Sawbwa, p. 391। 
  2. "Pinkaew Leungaramsri. - Women, Nation, and the Ambivalence of Subversive Identification along the Thai-Burmese Border - Sojourn: Journal of Social Issues in Southeast Asia 21:1"। muse.jhu.edu। সংগ্রহের তারিখ ২০০৮-০৩-২৭