চাইনা ভাবিস
চাইনা ভাবিস বাংলাদেশী সঙ্গীততঙ্গ শায়ান চৌধুরী অর্ণবের প্রথম একক স্টুডিও অ্যালবাম। ২০০৫ সালে একতার মিউজিক কর্তৃক বাংলাদেশের ঢাকায় এটি মুক্তি পায়।[১]
চাইনা ভাবিস | ||||
---|---|---|---|---|
কর্তৃক স্টুডিও অ্যালবাম | ||||
মুক্তির তারিখ | ১ জুন ২০০৫[১] | |||
ঘরানা | পরীক্ষামূলক সঙ্গীত | |||
দৈর্ঘ্য | ৫৮:৪৯'"`UNIQ--ref-০০০০০০০১-QINU`"' | |||
সঙ্গীত প্রকাশনী | একতার মিউজিক, বেঙ্গল মিউজিক কোম্পানি লিমিটেড[২] | |||
প্রযোজক | শায়ান চৌধুরী অর্ণব | |||
শায়ান চৌধুরী অর্ণব কালক্রম | ||||
|
এই অ্যালবামে মোট তেরোটি গান অন্তর্ভুক্ত হয়েছে। অ্যালবামের সঙ্গীত পরিচালনা করেছেন শায়ান চৌধুরী অর্ণব।
গানের তালিকা
সম্পাদনাসকল গানের সুরকার শায়ান চৌধুরী অর্ণব।
নং. | শিরোনাম | রচয়িতা | দৈর্ঘ্য |
---|---|---|---|
১. | "আমার হারিয়ে যাওয়া" | ৫:২৫ | |
২. | "চিলতে রোদ" | ৫.৫২ | |
৩. | "ধূলো" | ৩.৪৩ | |
৪. | "চাইনা ভাবিস" | ৪.০৫ | |
৫. | "সে যে বসে আছে" | শাহানা বাজপেয়ী | ৩.৩৮ |
৬. | "বৃষ্টি রাতে" | ৪.২৪ | |
৭. | "কোনোদিন" | ৪.৪৬ | |
৮. | "স্বপ্নরোগী" | ৩.৪১ | |
৯. | "বেবাগ বিবাগী" | ৬.২৩ | |
১০. | "হারিয়ে গিয়েছি" | ৪.৩১ | |
১১. | "যেতে হবে" | ৬.০৮ | |
১২. | "একদিন" | ৪.৩০ | |
১৩. | "ছোঁয়াছুই" | ১.৪৩ | |
মোট দৈর্ঘ্য: | ৫৮.৪৯ |
কর্মিবৃন্দ
সম্পাদনা- শায়ান চৌধুরী অর্ণব — গিটার
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "চাইনা ভাবিস"। লাস্ট.এফএম। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২৪, ২০১৫।
- ↑ "নতুন প্রজন্মের সংগীত তারকা অর্ণব"। news-bangla.com। অক্টোবর ১৬, ২০০৮। ২৭ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২৪, ২০১৫।