চাঁদপুর মেডিকেল কলেজ

চাঁদপুর জেলায় অবস্থিত বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজ

চাঁদপুর মেডিকেল কলেজ বাংলাদেশের চাঁদপুরে অবস্থিত একটি সরকারি মেডিকেল কলেজ। এটি ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়। এটি চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।[]

চাঁদপুর মেডিকেল কলেজ, চাঁদপুর
ধরনসরকারি মেডিকেল কলেজ
স্থাপিত২০১৮ (2018)[]
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়
অধ্যক্ষঅধ্যাপক ডা. সাহেলা নাজনীন
ঠিকানা
স্ট্যান্ড রোড, কবি নজরুল সড়ক
, ,
বাংলাদেশ
শিক্ষাঙ্গনশহুরে, ১৩ হেক্টর (৩২ একর)
ভাষাইংরেজি
সংক্ষিপ্ত নামচাঁমেক, সিএইচএমসি
ওয়েবসাইটchmc.college.gov.bd

বাংলাদেশ সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ০১ এপ্রিল, ২০১৮ সালে চাঁদপুরে অনুষ্ঠিত এক জনসভায় চাঁদপুর মেডিকেল কলেজ স্থাপনের ঘোষণা প্রদান করেন। এর ফলশ্রুতিতে ২০১৮-২০১৯ এমবিবিএস শিক্ষাবর্ষে ১ম ব্যাচে ৫০ জন শিক্ষার্থী ভর্তির মাধ্যমে ১০ জানুয়ারি, ২০১৯ সালে চাঁদপুর মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ অধিশাখার ১৯ নবেম্বর ২০১৮ তারিখের পত্র অনুযায়ী ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের ৪র্থ তলার উত্তর পার্শ্বের ১৩টি কক্ষ নিয়ে অস্থায়ী ক্যাম্পাস হিসেবে কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে নিজস্ব মেডিকেল কলেজ হাসপাতাল চালু না হওয়া পর্যন্ত ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতাল-কে অস্থায়ীভাবে চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতাল হিসেবে ব্যবহারের প্রশাসনিক অনুমোদন প্রদান করা হয়। অত্র কলেজে ২০১৮-১৯ থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষ পর্যন্ত প্রতিটি শিক্ষাবর্ষে ৫০ জন করে এমবিবিএস শিক্ষার্থী ভর্তির সরকারি অনুমোদন রয়েছে এবং ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ হতে আসন সংখ্যা বৃদ্ধি করে মোট ৭৫ জন করা হয়েছে। বর্তমানে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ পর্যন্ত অত্র কলেজে ৩২৫ জন এমবিবিএস শিক্ষার্থী অধ্যয়নরত আছেন। পুরুষ শিক্ষার্থীদের জন্য ভাড়াকৃত বাড়ি ও মহিলা শিক্ষার্থীদের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের আবাসিক কোয়ার্টার এর শূন্য ইউনিটগুলোকে হোস্টেল হিসাবে ব্যবহার করা হচ্ছে। এছাড়া নতুন একটি ছাত্রী হোস্টেল ও ইন্টার্নী হোস্টেল ভাড়া নেয়ার প্রক্রিয়া চলমান আছে। চাঁদপুর শহরের অদূরে অত্র কলেজের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের নিমিত্তে সম্প্রতি একনেক কর্তৃক চাঁদপুর মেডিকেল হাসপাতাল ও নার্সিং কলেজ প্রজেক্ট শীর্ষক ডিপিপি অনুমোদিত হয়েছে।

চাঁদপুর মেডিকেল কলেজ

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Chandpur Medical College, Chandpur"। Ministry of Health and Family Welfare। ২০১৯-০১-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৮ 
  2. "চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত সরকারি প্রতিষ্ঠানসমূহ"cmu.edu.bd। ২০১৯-০৪-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৭-৩০ 

বহিঃসংযোগ

সম্পাদনা