চর ভূতা ইউনিয়ন

ভোলা জেলার অন্তর্গত লালমোহন উপজেলার একটি ইউনিয়ন

চর ভূতা বাংলাদেশের ভোলা জেলার অন্তর্গত লালমোহন উপজেলার একটি ইউনিয়ন

চর ভূতা
ইউনিয়ন
৪নং চর ভূতা ইউনিয়ন পরিষদ
চর ভূতা বরিশাল বিভাগ-এ অবস্থিত
চর ভূতা
চর ভূতা
চর ভূতা বাংলাদেশ-এ অবস্থিত
চর ভূতা
চর ভূতা
বাংলাদেশে চর ভূতা ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°১৯′৩৬.০০১″ উত্তর ৯০°৪৬′৫.৯৯৯″ পূর্ব / ২২.৩২৬৬৬৬৯৪° উত্তর ৯০.৭৬৮৩৩৩০৬° পূর্ব / 22.32666694; 90.76833306 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগবরিশাল বিভাগ
জেলাভোলা জেলা
উপজেলালালমোহন উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট২,৭১৬ হেক্টর (৬,৭১২ একর)
জনসংখ্যা
 • মোট২৮,৫৩৫
 • জনঘনত্ব১,১০০/বর্গকিমি (২,৭০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
১০ ০৯ ৫৪ ১৯
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

আয়তন ও অবস্থান

সম্পাদনা

চর ভূতা ইউনিয়নের আয়তন ৬,৭১২ একর।[] এ ইউনিয়নের দক্ষিণে রমাগঞ্জ ইউনিয়ন, পশ্চিমে লালমোহন ইউনিয়ন, উত্তরে কালমা ইউনিয়ন এবং পূর্বে ধলী গৌরনগর ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

চর ভূতা ইউনিয়ন লালমোহন উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম লালমোহন থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১১৭নং নির্বাচনী এলাকা ভোলা-৩ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • রহিমপুর
  • উত্তর হরিগঞ্জ
  • পশ্চিম হরিগঞ্জ
  • বাহাদুর চৌমুহনী
  • হরিগঞ্জ
  • কর্তার কাচারী
  • পশ্চিম তারাগঞ্জ
  • তারাগঞ্জ
  • সাতবাড়িয়া
  • মাদর্শা বাজার
  • লেঙ্গুটিয়া
  • মধ্য চর ভূতা
  • পূর্ব চর ভূতা
  • চর ভূতা
  • নমগ্রাম
  • বারু হাং
  • কুড়ালিয়া
  • ষটিদরুণ

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চর ভূতা ইউনিয়নের মোট জনসংখ্যা ২৮,৫৩৫ জন। এর মধ্যে পুরুষ ১৩,৭৪৩ জন এবং মহিলা ১৪,৭৯২ জন। মোট পরিবার ৬,৩৭২টি।[]

শিক্ষা

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চর ভূতা ইউনিয়নের সাক্ষরতার হার ৩৮.৫%।[] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয়, ৪টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩টি মাদ্রাসা রয়েছে।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা