চরবাটা ইউনিয়ন

নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার একটি ইউনিয়ন
(চর বাটা ইউনিয়ন থেকে পুনর্নির্দেশিত)

চরবাটা বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত সুবর্ণচর উপজেলার একটি ইউনিয়ন

চরবাটা
ইউনিয়ন
২নং চর বাটা ইউনিয়ন পরিষদ
চরবাটা চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
চরবাটা
চরবাটা
চরবাটা বাংলাদেশ-এ অবস্থিত
চরবাটা
চরবাটা
বাংলাদেশে চরবাটা ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৩৬′৫৮″ উত্তর ৯১°৬′৫৮″ পূর্ব / ২২.৬১৬১১° উত্তর ৯১.১১৬১১° পূর্ব / 22.61611; 91.11611 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলানোয়াখালী জেলা
উপজেলাসুবর্ণচর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমোঃ আমিনুল ইসলাম (বাংলাদেশ আওয়ামী লীগ)
আয়তন
 • মোট৪২.৪৫ বর্গকিমি (১৬.৩৯ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট২৯,৪৫৭
 • জনঘনত্ব৬৯০/বর্গকিমি (১,৮০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৪৩.৫%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৮১২ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

চরবাটা ইউনিয়নের আয়তন ৪২.৪৫ বর্গ কিলোমিটার।

জনসংখ্যা

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চরবাটা ইউনিয়নের জনসংখ্যা ২৯,৪৫৭ জন।

অবস্থান ও সীমানা

সম্পাদনা

সুবর্ণচর উপজেলার দক্ষিণাংশে চরবাটা ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পশ্চিমে চর জুবলী ইউনিয়ন, উত্তরে চর আমানউল্যা ইউনিয়ন, পূর্বে চর ক্লার্ক ইউনিয়নপূর্ব চর বাটা ইউনিয়ন এবং দক্ষিণে মেঘনা নদীহাতিয়া উপজেলার নলচিরা ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

চরবাটা ইউনিয়ন সুবর্ণচর উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চর জব্বর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭১নং নির্বাচনী এলাকা নোয়াখালী-৪ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • চর বাটা
  • চর মজিদ
  • দক্ষিণ চর মজিদ
  • মধ্য চর বাটা
  • পশ্চিম চর বাটা

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চরবাটা ইউনিয়নের স্বাক্ষরতার হার ৪৩.৫%।[] এ ইউনিয়নে ২টি কলেজ, ১৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা

প্রাথমিক বিদ্যালয়[]

সম্পাদনা
  1. চরবাটা সওদাগরহাট রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  2. হারুনুর রশিদ রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  3. ভূঁইয়ারহাট এম. এ. কামাল রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  4. চরবাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  5. বামনিয়ার ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  6. চরবাটা দক্ষিন পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়
  7. শিবচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  8. চরবাটা আনছার মিয়ারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
  9. চরবাটা হাজীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  10. সেলিম বাজার আশ্রয়ণ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  11. জনতা বাজার বেসরকারী প্রাথমিক বিদ্যালয়
  12. মধ্য চরবাটা হাজী নজির আহাং রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  13. চরবাটা তাজপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়

উল্লেখযোগ্য ব্যক্তি

সম্পাদনা

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

সুবর্ণচর উপজেলা পরিষদ থেকে সিএনজি বা রিকশা যোগে চরবাটা ইউনিয়ন পরিষদ সহজের আসা যায়।

খাল ও নদী

সম্পাদনা

খাল ও নদীর তালিকা[]

সম্পাদনা
  • বাঁশখালী খাল

হাট-বাজার

সম্পাদনা

হাট-বাজারের তালিকা[]

সম্পাদনা
  • চরবাটা খাসের হাট
  • সওদাগর হাট
  • হাজী নজীর আহম্মদ বাজার
  • ভূঁইয়ার হাট
  • সেলিম চেয়ারম্যান বাজার

দর্শনীয় স্থান

সম্পাদনা
  • স্টিমার ঘাট
  • গ্লোব ফিশারিজ

জনপ্রতিনিধি

সম্পাদনা

বর্তমান পরিষদ[]

সম্পাদনা
নাম পদবি নির্বাচিত এলাকা
মোঃ আমিনুল ইসলাম চেয়ারম্যান
নুর আলম সাধারণ সদস্য ০১নং ওয়ার্ড
মোঃ গোলাম মাওলা সাধারণ সদস্য ০২নং ওয়ার্ড
মশিউর রহমান সাধারণ সদস্য ০৩নং ওয়ার্ড
মোঃ মোস্তফা পারভেজ সাধারণ সদস্য ০৪নং ওয়ার্ড
ইব্রাহিম খলি উল্যাহ সাধারণ সদস্য ০৫নং ওয়ার্ড
সফিক উল্যাহ সাধারণ সদস্য ০৬নং ওয়ার্ড
বাবলু চন্দ্র দাস সাধারণ সদস্য ০৭নং ওয়ার্ড
মোঃ আকবর হোসেন সাধারণ সদস্য ০৮নং ওয়ার্ড
আব্দুল করিম সাধারণ সদস্য ০৯নং ওয়ার্ড
আফরোজা বেগম সংরক্ষিত মহিলা সদস্য ০১, ০২ ও ০৩নং ওয়ার্ড
আমেনা বেগম সংরক্ষিত মহিলা সদস্য ০৪, ০৫ ও ০৬নং ওয়ার্ড
মোসাঃ আলেয়া বেগম সংরক্ষিত মহিলা সদস্য ০৬, ০৭ ও ০৯নং ওয়ার্ড

আরো দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "কমিউনিটি সিরিজ (নোয়াখালী), বিবিএস" (পিডিএফ)bbs.gov.bd। ২০২২-০৯-২৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০ 
  2. "প্রাথমিক বিদ্যালয়সমূহ, চর বাটা ইউনিয়ন"dpe.gov.bd। ২০২২-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০ 
  3. "খাল ও নদী, চর বাটা ইউনিয়ন"charbataup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০ 
  4. "হাট-বাজারের তালিকা, চর বাটা ইউনিয়ন"charbataup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০ 
  5. "বর্তমান পরিষদ, চর বাটা ইউনিয়ন" (পিডিএফ)ecs.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০ 

বহিঃসংযোগ

সম্পাদনা