কুকরি-মুকরি
ভোলা জেলার দ্বীপ
(চর কুকরী মুকরী থেকে পুনর্নির্দেশিত)
কুকরি-মুকরি হচ্ছে বাংলাদেশের, ভোলা জেলায় এর চরফ্যাশন উপজেলা কুকরী মুকরী ইউনিয়ন অবস্থিত একটি দ্বীপ (চর)।[১] এটি ভোলা জেলার সর্ব দক্ষিণে অবস্থিত।
স্থানীয় নাম: চর কুকরি-মুকরি | |
---|---|
ভূগোল | |
অবস্থান | বঙ্গোপসাগর |
স্থানাঙ্ক | ২১°৫৬′০৬″ উত্তর ৯০°৩৮′২৬″ পূর্ব / ২১.৯৩৫১° উত্তর ৯০.৬৪০৬° পূর্ব |
প্রশাসন | |
বাংলাদেশ |
ইতিহাস
সম্পাদনাকুকরি মুকরির ইতিহাস সম্পর্কে ঐতিহাসিকভাবে সঠিক কোনো তথ্য পাওয়া যায় নাই। ধারণা করা হয় যে ১৯১২ সালে এই চর জেগে উঠে।[২] এর আয়তন ৩ হাজার ৪০৩ বর্গকিলোমিটার।[৩]
অবস্থান
সম্পাদনাস্থানীয়রা এই দ্বীপ বা চরকে ‘দ্বীপকন্যা’ নামে ডাকে। ভোলা জেলা সদর থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে জেগে ওঠা চরটির নাম চর কুকরি-মুকরি।[৪] কুকরি-মুকরি ইউনিয়নটি হাজিপুর, বাবুগঞ্জ, নবীনগর, রসুলপুর, আমিনপুর, শাহবাজপুর, মুসলিমপাড়া, চর পাতিলা ও শরীফপাড়া নিয়ে গঠিত। ওলন্দাজ-পর্তুগিজদের অভয়ারণ্য বলে পরিচিত চর কুকরি-মুকরিতে প্রায়ই দেশি-বিদেশি পর্যটক আর ভ্রমণপিপাসুদের সমাগম হয়।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "দ্বীপের নাম কুকরি মুকরি"। বণিক বার্তা। জুলাই ২৪, ২০১৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ Patuakhali, আজকের পটুয়াখালী :: Ajker। "চর কুকরি-মুকরি পর্যটক এলাকায় দেখা যায় হরিণসহ বিভিন্ন প্রাণী"। Ajker Patuakhali (ইংরেজি ভাষায়)। ২০২৩-১১-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১১-১১।
- ↑ লেখা (২০২৩-০৩-২৫)। "ভোলার প্রাকৃতিক সাজের পসরা চর কুকরি-মুকরি"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৩-১১-১১।
- ↑ জনকণ্ঠ, দৈনিক। "সবুজ দ্বীপ, অপরূপ সৌন্দর্য-পর্যটন কেন্দ্র হচ্ছে"। দৈনিক জনকণ্ঠ || Daily Janakantha (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১১-১১।
বরিশাল বিভাগের স্থান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |