চন্দ্র শেখর
ভারতীয় রাজনীতিবিদ
চন্দ্র শেখর সিং (১ জুলাই ১৯২৭ - ৮ জুলাই ২০০৭) ভারতের একজন প্রখ্যাত রাজনীতিবিদ এবং ভারতের ৮ম প্রধানমন্ত্রী।
চন্দ্র শেখর সিং | |
---|---|
৮ম ভারতের প্রধানমন্ত্রী | |
কাজের মেয়াদ ১০ নভেম্বর ১৯৯০ – ২১ জুন ১৯৯১ | |
রাষ্ট্রপতি | আর. ভেঙ্কটরমন |
ডেপুটি | চৌধুরী দেবী লাল |
পূর্বসূরী | বিশ্বনাথ প্রতাপ সিং |
উত্তরসূরী | পি. ভি. নরসিমা রাও |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ইব্রাহিমপাট্টি-বালাই, যুক্ত প্রদেশ, ব্রিটিশ ভারত (বর্তমান: উত্তরপ্রদেশ) | ১ জুলাই ১৯২৭
মৃত্যু | ৮ জুলাই ২০০৭ নতুনদিল্লি | (বয়স ৮০)
রাজনৈতিক দল | সমাজবাদী জনতা পার্টি (১৯৯০-২০০৭) |
অন্যান্য রাজনৈতিক দল | কংগ্রেস সোশ্যালিষ্ট পার্টি (১৯৬৪-র পূর্বে) ভারতীয় জাতীয় কংগ্রেস (১৯৬৪-১৯৭৫) স্বতন্ত্র (১৯৭৫-১৯৭৭) জনতা পার্টি (১৯৭৭-১৯৮৮) জনতা দল (১৯৮৮–১৯৯০) |
প্রাক্তন শিক্ষার্থী | এলাহাবাদ বিশ্ববিদ্যালয় |
স্বাক্ষর |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে চন্দ্র শেখর সংক্রান্ত মিডিয়া রয়েছে।
অধিক পঠন
সম্পাদনা- Khare, Harish (৯ জুলাই ২০০৭)। "The quintessential Congressman"। The Hindu। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৪।
- Chand, Attar (১৯৯১)। The Long March: Profile of Prime Minister Chandra Shekhar। Mittal Publications। আইএসবিএন 978-8-17099-272-1।
- "The State As Charade: V.P. Singh, Chandr Shekhar and the Rest" by Arun Shourie, Publisher: South Asia Books