চণ্ডীগড় ইঞ্জিনিয়ারিং কলেজ
চণ্ডীগড় ইঞ্জিনিয়ারিং কলেজ (বা সি.ই.সি) ভারতের চণ্ডীগড়ের নিকট মোহালিতে চন্ডিগড় কলেজ সমুদয়ের লান্দ্রান ক্যাম্পাসে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং স্নাতক কোর্সের জন্য পাঞ্জাব প্রযুক্তিগত বিশ্ববিদ্যালয়ের মান্যতা প্রাপ্ত একটি কলেজ৷[২] লান্দ্রানে ক্যাম্পাস নির্মাণের এক বছর পর, ২০০২ সালে চণ্ডীগড় ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়। এটি পাঞ্জাবের অন্যতম সর্বোত্তম ইঞ্জিনিয়ারিং কলেজ।
ধরন | প্রকৌশল বিশ্ববিদ্যালয় |
---|---|
স্থাপিত | ২০০২ |
চেয়ারম্যান | সৎনাম সিংহ সান্ধু |
সভাপতি | রশপল সিংহ ধালিওয়াল |
পরিচালক | বি. পট্টনায়ক[১] |
অবস্থান | , |
শিক্ষাঙ্গন | শহুরে |
অন্য শব্দের আদ্যক্ষর দ্বারা গঠিত শব্দ | CGC |
অধিভুক্তি | পাঞ্জাব টেকনিকাল বিশ্ববিদ্যালয় |
ওয়েবসাইট | http://www.cecmohali.org |
পরিকাঠামো
সম্পাদনালান্দ্রান ক্যাম্পাসেের ৯টি কলেজের অন্যতম কলেজ চণ্ডীগড় ইঞ্জিনিয়ারিং কলেজ যেটি ক্যাম্পাসেের অন্যতম বিশিষ্ট কলেজ । কলেজটি চারটি ব্লকে বিভক্ত। প্রতিটি ব্লকে কলেজের বিভিন্ন বিভাগ আছে।
- ব্লক ১: ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
- ব্লক ২: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
- ব্লক ৩: কম্পিউটার বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি.
- ব্লক ১৩: ফলিত বিজ্ঞান.[৩]
২৬ এপ্রিল ২০০৪ সালে, থেকে অ্যাক্রেডিটেশন সিস্টেম অফ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড থেকে সিইসি ISO-9001:2000 সার্টিফিকেট প্রাপ্ত করে।[৪]
এন বি এ স্বীকৃতি
সম্পাদনাচন্ডীীগড়, ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে এ আই সি টি ই দ্বারা প্রতিষ্ঠিত ন্যাশনাল বোর্ড অফ আক্রিডিএসান দ্বারা মান্যতা প্রাপ্ত।
কোর্স
সম্পাদনা- এম. টেক (কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল)
- এম. টেক (সিস্টেম সফটওয়ার)
- এম. টেক (তথ্য প্রযুক্তি)
- এম. টেক (তথ্য নিরাপত্তা)
- এম. টেক (ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং)
- এম. টেক (ভি এল এস আই)
- এম. টেক (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং)
- বি. টেক (কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল)
- বি. টেক (তথ্য প্রযুক্তি)
- বি. টেক (ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং)
- বি. টেক (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং)
- এম.বি.এ (মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন)
- এম.সি.এ (মাস্টার অব কম্পিউটার অ্যাপ্লিকেশন)
র্যাঙ্কিং
সম্পাদনা- ডাটাকোয়েস্ট ২০১৫ সার্ভে অনুযায়ী, কলেজটি ভারতের শীর্ষ ইঞ্জিনিয়ারিং কলেজেের মধ্যে ৮০০তম স্থান প্রাপ্ত।
- ইঞ্জিনিয়ারিং কলেজটি "খ" শ্রেণীভুক্ত এবং ভারতের ১০টি শীর্ষ ইঞ্জিনিয়ারিং কলেজেের মধ্যে দ্বিতীয়। (ব্যবসা ও ব্যবস্থাপনা ক্রনিকলেে).
নিয়োগ
সম্পাদনাপ্রত্যেক বছর চাকরি নিয়োগের জন্য, বহু ভালো কোম্পানি যথা ইনফোসিস, উইপ্রো, আই গেট, মাইক্রোসফট,গুগল, এইচসিএল, বিড়লা সফট,এল এন্ড টি ইনফোটেক, টাটা মোটর, ফ্রি স্কেল, কাডেন্স, আট্রেন্টা, ডেল, পোলারিস, স্যাপ ল্যাবস, অ্যাডোবি সিস্টেম, পেরট সিস্টেম,আইরিস সফটওয়্যার, সিট্রিক্স সিস্টেম, ওরাকল, সান মাইক্রোসিস্টেম, কগ্নিজান্ট, এয়ারটেল, ডিলয়েট, আইবিএম ইত্যাদি. ক্যাম্পাসেে আসেন। গড় প্যাকেজ - প্রায়.৩.৭৫ লক্ষ টাকা প্রতি বছর, সর্বোচ্চ বেতন দেওয়া হয় ২৯ লক্ষ টাকা প্রতি বছর।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Director Principal's Message"। Chandigarh Engineering College। ৩০ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১৭।
- ↑ Punjab Technical University। "Affiliated Colleges"। ptu.ac.in। ৯ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০১৪।
- ↑ CGC। "Chandigarh Engineering College-About"। http://www.cgc.edu.in। ১১ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০১৪।
|ওয়েবসাইট=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য) - ↑ "CEC Landran gets ISO 9001 label"। expressindia.com। ২৭ এপ্রিল ২০০৪। ১৫ এপ্রিল ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০০৯।