চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
চট্টগ্রাম জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়
চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চট্টগ্রামের নাসিরাবাদে অবস্থিত একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়। এটি ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়[১] এবং এখানে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। ২০০৮ সালে এই প্রতিষ্ঠানটি প্রভাতী শাখা চালু করে। বর্তমানে প্রভাতী এবং দিবা শাখা মিলে এই প্রতিষ্ঠানে মোট ১৫০০ এর অধিক ছাত্রী পড়াশোনা করছে।
চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় | |
---|---|
অবস্থান | |
নাসিরাবাদ , ৪২০৯ | |
তথ্য | |
নীতিবাক্য | জ্ঞানই শক্তি |
প্রতিষ্ঠাকাল | ১৯৬৭ |
বিদ্যালয় জেলা | চট্টগ্রাম জেলা |
ইআইআইএন | ১০৪৬৯৩ |
প্রধান শিক্ষক | ও. এফ. এম. ইউনুছ |
শিক্ষকমণ্ডলী | ৪৭ জন[১] |
শ্রেণি | ৫ম-১০ম |
লিঙ্গ | বালিকা |
শিক্ষার্থী সংখ্যা | ১৫০০ জন |
ডাকনাম | নাসিরাবাদ গার্লস |
ওয়েবসাইট | ctggghs |