ঙ্গাগ-দ্বাং-ম্ছোগ-ল্দান
ঙ্গাগ-দ্বাং-ম্ছোগ-ল্দান (তিব্বতি: ངག་དབང་མཆོག་ལྡན, ওয়াইলি: ngag dbang mchog ldan) (১৬৭৭-১৭৫১) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের চুয়ান্নতম দ্গা'-ল্দান-খ্রি-পা বা প্রধান ছিলেন।
সংক্ষিপ্ত জীবনী
সম্পাদনাঙ্গাগ-দ্বাং-ম্ছোগ-ল্দান ১৬৭৭ খ্রিষ্টাব্দে তিব্বতের আমদো অঞ্চলের গ্চান-ত্শা-দ্কার-মো-ফুগ (ওয়াইলি: gcan tsha dkar mo phug) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ফ্যাগ-র্দোর-ব্ক্রা-শিস (ওয়াইলি: phyag rdor bkra shis) এবং মাতার নাম ছিল স্পো-ছোগ-স্ক্যিদ (ওয়াইলি: spo chog skyid)। এগারো বছর বয়সে তিনি ব্যা-খুং (ওয়াইলি: bya khyung) বৌদ্ধবিহারে ঙ্গাগ-দ্বাং-ত্শুল-খ্রিম্স (ওয়াইলি: ngag dbang tshul khrims) নামক ঐ বিহারের প্রধানের নিকট দীক্ষা ও শিক্ষার্থীর শপথ লাভ করেন। ১৬৯১ খ্রিষ্টাব্দে তিনি সেরা বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভ করেন। পরবর্তীকালে ব্ক্রা-শিস-ল্হুন-পো বৌদ্ধবিহারে পঞ্চম পাঞ্চেন লামা তাকে ভিক্ষুর শপথ প্রদান করেন। এরপর তিনি লাসা শহরে ফিরে এসে গ্যুমে তন্ত্র মহাবিদ্যালয়ে শিক্ষালাভ করে ১৭০৫ খ্রিষ্টাব্দে নিজের জন্মস্থানে ফিরে যান। তার উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন ঐ মহাবিদ্যালয়ের তৎকালীন প্রধান ঙ্গাগ-দ্বাং-ব্রত্সোন-'গ্রুস (ওয়াইলি: ngag dbang brtson 'grus) নামক প্রথম 'জাম-দ্ব্যাংস-ব্ঝাদ-পা (ওয়াইলি: 'jam dbyangs bzhad pa) এবং দ্গে-'দুন-ফুন-ত্শোগ্স নামক পঞ্চাশতম দ্গা'-ল্দান-খ্রি-পা। ১৭১০ খ্রিষ্টাব্দে তিব্বত সরকারের নির্দেশে তিনি ম্ঙ্গা'-রিস (ওয়াইলি: mnga' ris) অঞ্চলে ম্থো-ল্দিং (ওয়াইলি: mtho lding) বৌদ্ধবিহারের প্রধানের দায়িত্ব গ্রহণ করেন ও সাত বছর এই পদে থাকেন। এই সময় তিনি রিন-ছেন-ব্জাং-পো প্রতিষ্ঠিত বেশ কিছু মন্দিরের সংস্কার সাধন করেন। তেতাল্লিশ বছর বয়সে তিনি গ্যুমে তন্ত্র মহাবিদ্যালয়ের প্রধানের দায়িত্ব পালন করেন। ১৭২৮ খ্রিষ্টাব্দে সপ্তম দলাই লামাকে তন্ত্র সম্বন্ধে শিক্ষাদানের জন্য শিক্ষক হিসেবে নিযুক্ত হন এবং এই কাজের জন্য চীন সম্রাটের নিকট হতে আ-ছি-থু-নো-মোন-হান উপাধি লাভ করেন। তিনি ১৭৩৯ খ্রিষ্টাব্দে দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের চুয়ান্নতম প্রধান হিসেবে নির্বাচিত হন ও এই পদে তিনি সাত বছর থাকেন। অবসরের পর সপ্তম দলাই লামা তাকে র্বা-স্গ্রেং বৌদ্ধবিহারের দায়িত্ব প্রদান করেন।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Chhosphel, Samten (জানুয়ারি ২০১১)। "The Fifty-Fourth Ganden Tripa, Ngawang Chokden"। The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-২৯।
পূর্বসূরী র্গ্যাল-ম্ত্শান-সেং-গে |
ঙ্গাগ-দ্বাং-ম্ছোগ-ল্দান চুয়ান্নতম দ্গা'-ল্দান-খ্রি-পা |
উত্তরসূরী ঙ্গাগ-দ্বাং-নাম-ম্খা'-ব্জাং-পো |
পূর্বসূরী -- |
ঙ্গাগ-দ্বাং-ম্ছোগ-ল্দান প্রথম র্বা-স্গ্রেং রিন-পো-ছে |
উত্তরসূরী ব্লো-ব্জাং-য়ে-শেস-ব্স্তান-পা-রাব-র্গ্যাস |