ঙ্গাগ-দ্বাং-'জাম-দ্পাল
ঙ্গাগ-দ্বাং-'জাম-দ্পাল (ওয়াইলি: ngag dbang 'jam dpal) (১৮১০-১৮৪৪) তিব্বতী বৌদ্ধধর্মের র্ন্যিং-মা ধর্মসম্প্রদায়ের র্দো-র্জে-ব্রাগ বৌদ্ধবিহার নামক অন্যতম প্রধান বৌদ্ধবিহারের পঞ্চম প্রধান ছিলেন।
সংক্ষিপ্ত পরিচয়
সম্পাদনাঙ্গাগ-দ্বাং-'জাম-দ্পাল ১৮১০ খ্রিষ্টাব্দে তিব্বতের মোন-ম্খার-র্নাম-স্রাস-গ্লিং (ওয়াইলি: mon mkhar rnam sras gling) নামক স্থানের প্রাসাদে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশবেই তিনি মাতৃহারা হন। ছু-ব্জাং-নাম-ম্খা'-ক্লোং-য়াংস (ওয়াইলি: chu bzang nam mkha' klong yangs) নামক বৌদ্ধ ভিক্ষু তাকে কুন-ব্জাং-'গ্যুর-মেদ-ল্হুন-গ্রুব নামক র্দো-র্জে-ব্রাগ বৌদ্ধবিহারের চতুর্থ প্রধানের পুনর্জন্ম রূপে চিহ্নিত করে ঐ বৌদ্ধবিহারের পরবর্তী প্রধান রূপে অধিষ্ঠিত করেন এবং তাকে শিক্ষাদান করেন।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Chhosphel, Samten (2013-07)। "The Seventh Dorje Drak Rigdzin, Ngawang Jampel Mingyur Lhundrub Dorje"। The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ 2014-05-23। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য)
পূর্বসূরী কুন-ব্জাং-'গ্যুর-মেদ-ল্হুন-গ্রুব |
ঙ্গাগ-দ্বাং-'জাম-দ্পাল সপ্তম র্দো-র্জে-ব্রাগ-রিগ-'দ্জিন-ছেন-পো |
উত্তরসূরী স্কাল-ব্জাং-পে-মা-দ্বাং-র্গ্যাল |
পূর্বসূরী কুন-ব্জাং-'গ্যুর-মেদ-ল্হুন-গ্রুব |
ঙ্গাগ-দ্বাং-'জাম-দ্পাল র্দো-র্জে-ব্রাগ বৌদ্ধবিহারের পঞ্চম প্রধান |
উত্তরসূরী স্কাল-ব্জাং-পে-মা-দ্বাং-র্গ্যাল |