ঘোষ দন্তমূলীয় কম্পনজাতধ্বনি
ঘোষ দন্তমূলীয় কম্পনজাতধ্বনি হল কিছু কথ্য ভাষায় ব্যবহৃত এক ধরনের ব্যঞ্জনধ্বনি। আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার প্রতীক যা দন্ত্য, দন্তমূলীয় ও অগ্রদন্তমূলীয় কম্পনজাত ব্যঞ্জনধ্বনিগুলিকে প্রতিনিধিত্ব করে তা হল ⟨র⟩, এবং সমতুল্য এক্স-সাম্পা চিহ্ন হল r
। এটিকে সাধারণত কম্পনজাত ⟨র⟩ বলা হয়। প্রায়শই, ⟨r⟩ ইংরেজি এবং জার্মানির মতো ভাষার ধ্বনিমূলক প্রতিলিপিতে (বিশেষ করে অভিধানে পাওয়া যায়) ব্যবহার করা হয় যেগুলির মধ্যে রটিক ব্যঞ্জনবর্ণ আছে যা দন্তমূলীয় কম্পনজাত ব্যঞ্জন নয়। এটি আংশিকভাবে টাইপসেটিং সহজ করার জন্য এবং আংশিকভাবে কারণ ⟨r⟩ হল এই ধরনের ভাষার শব্দপ্রকরণে ব্যবহৃত অক্ষর।
অনেক ইন্দো-ইউরোপীয় ভাষায়, চাপহীন অবস্থানে কম্পনজাত প্রায়ই একক কম্পনে হ্রাস পেতে পারে। ইতালীয় ভাষায়, সাধারণ কম্পনজাত সাধারণত শুধুমাত্র এক বা দুটি কম্পন প্রদর্শন করে, যখন জেমিনেট কম্পন তিনটি বা তার বেশি থাকে।[১] যেসব ভাষায় কম্পনজাত সবসময় একাধিক কম্পন থাকে সেগুলির মধ্যে রয়েছে আলবেনীয়, স্পেনীয়, সাইপ্রীয় গ্রীক এবং বেশ কিছু আর্মেনীয় ও পর্তুগিজ উপভাষা।[তথ্যসূত্র প্রয়োজন]
অ্যানকিলোগ্লোসিয়া-তে আক্রান্ত ব্যক্তিদের জিহ্বার সীমিত গতিশীলতার কারণে শব্দ উচ্চারণ করা খুব কঠিন হতে পারে।[২][৩]
ঘোষ দন্তমূলীয় কম্পনজাত
সম্পাদনাঘোষ দন্তমূলীয় কম্পনজাতধ্বনি | |
---|---|
র | |
আধ্বব সংখ্যা | ১২২ |
এনকোডিং | |
এক্স-সাম্পা | r |
কার্শেনবম | r<trl> |
ব্রেইল |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ টেমপ্লেট:SOWL
- ↑ Chaubal & Dixit (2011), pp. 270–272.
- ↑ Mayo Clinic (2012).