ঘর (চলচ্চিত্র)

হিন্দি ভাষার চলচ্চিত্র
(ঘর (১৯৭৮-এর চলচ্চিত্র) থেকে পুনর্নির্দেশিত)

ঘর (হিন্দি: घर) হচ্ছে ১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি দাম্পত্য কাহিনী নির্ভর চলচ্চিত্র। চলচ্চিত্রটির পরিচালক ছিলেন মাণিক চ্যাটার্জি, কাহিনী লিখেছিনে দীনেশ ঠাকুর এবং প্রযোজক ছিলেন এন এন সিপ্পি। অভিনয় করেছিলেন বিনোদ মেহরা এবং রেখা, এছাড়া আর তেমন কেউ গুরুত্বপূর্ণ ছিলেননা।[]

ঘর
পোস্টার
পরিচালকমাণিক চট্টোপাধ্যায়
প্রযোজকএন এন সিপ্পি
রচয়িতাদীনেশ ঠাকুর
শ্রেষ্ঠাংশেবিনোদ মেহরা
রেখা
সুরকাররাহুল দেব বর্মণ
গুলজার (গীতি)
চিত্রগ্রাহকনন্দ ভট্টাচার্য
সম্পাদকবমন ভোঁসলে
গুরুদত্ত শিরালী
পরিবেশকএন এন সিপ্পি প্রডাকশন্স
ইরোস এন্টারটেইনমেন্ট (১৯৯৮)
মুক্তিফেব্রুয়ারি ১৯৭৮
দেশভারত
ভাষাহিন্দি

সারাংশ

সম্পাদনা

বিকাশ আর আরতি হচ্ছে নতুন বিয়ে করেছে (তাদের বিয়ে হয়েছে অভিভাবক দ্বারা); আরতি এমনিতেই একটু পুরুষদেরকে ঘৃণা করে এবং সে তার স্বামী বিকাশের সামনেও নগ্ন হতে চায়না, একদিন তারা একদল মাস্তানের কবলে পড়ে, মাস্তানরা বিকাশকে মারে আর আরতির সঙ্গে বলপূর্বক দৈহিক মিলন করে। আরতি এরপর থেকে মানসিক সমস্যাগ্রস্ত পুরুষবিদ্বেষী হয়ে যায় এবং বিকাশ তার হাত স্পর্শ করলেও সে তার সঙ্গে দূর্ব্যবহার করে, বিকাশের আরতিকে মানসিকভাবে সুস্থ করে তোলাই এই চলচ্চিত্রের মূল কাহিনী।[]

অভিনয়ে

সম্পাদনা

সঙ্গীত

সম্পাদনা

এই চলচ্চিত্রটিতে মোট পাঁচটি গান আছে। গানগুলোর সুরকার ছিলেন রাহুল দেব বর্মণ এবং গানের কথা লিখেছিলেন গুলজার[]

# গান শিল্পী
"আজ কাল পাও" লতা মঙ্গেশকর
"আপ কি আঁখোঁ মেঁ কুচ" কিশোর কুমার, লতা মঙ্গেশকর
"বোতল সে এক বাত" মোহাম্মাদ রাফি, আশা ভোঁসলে
"ফির ওহি রাত হ্যায়" কিশোর কুমার
"তেরে বিনা জিয়া" লতা মঙ্গেশকর, কিশোর কুমার

'ফির ওহি রাত হ্যায়' গানটি ইংরেজি গান 'সিং' থেকে অনুপ্রাণিত যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের কার্পেন্টার্স ভাই-বোনের গাওয়া ছিলো।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Ghar, a 70s balm for these troubled times"। Business Line। ২০ ডিসেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৩ 
  2. "Rekha and Vinod Mehra's Ghar: Less drama, more reality – 40th anniversary special"cinestaan.com। ৯ ফেব্রুয়ারি ২০১৮। [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "Ghar 1979 Soundtrack"। ২১ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২০ 

বহিঃসংযোগ

সম্পাদনা