ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন
ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার একটি ইউনিয়ন। এই ইউনিয়নে ৯টি ওয়ার্ড, ১৪টি মৌজা, ৩১টি গ্রাম এবং ১১১টি পাড়া রয়েছে।[২]
ঘড়িয়ালডাঙ্গা | |
---|---|
ইউনিয়ন | |
১নং ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৫°৪৮′১০″ উত্তর ৮৯°২৯′২৮″ পূর্ব / ২৫.৮০২৭৮° উত্তর ৮৯.৪৯১১১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | কুড়িগ্রাম জেলা |
উপজেলা | রাজারহাট উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | আব্দুল কুদ্দুস প্রামানিক[১] |
আয়তন | |
• মোট | ২৬.৫৫ বর্গকিমি (১০.২৫ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৩৩,১৪০ |
• জনঘনত্ব | ১,২০০/বর্গকিমি (৩,২০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬৩% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৫৬১০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
ভৌগোলিক অবস্থান
সম্পাদনাভৌগোলিক অবস্থান
সম্পাদনাঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পূর্ব দিকে রাজারহাট উপজেলা, দক্ষিণ - পশ্চিম দিকে তিস্তা নদী, উত্তরদিকে লালমনিরহাট জেলা এবং দক্ষিণ -দিকে বিদ্যানন্দ ইউনিয়ন অবস্থিত। ১নং ঘড়িয়ালডাংগা ইউনিয়ন মধ্য স্থানে অবস্থিত, ইউনিয়নে পূর্ব দক্ষিনে শেষ প্রান্তে বাবুর বাজার এবং পূর্ব উত্তরে মোস্তফির বাস ষ্ট্যান্ট।[৩]
ইউনিয়ন পরিষদের অবস্থান
সম্পাদনাইউনিয়নটি কুড়িগ্রাম জেলাধীন রাজারহাট উপজেলা থেকে ০৬ কি.মি. পশ্চিমে লালমনিরহাট-রংপুর-গাইবান্ধা জেলার সীমানা ঘেষে অবস্থিত। পরিষদটি ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবত্তর মৌজার কাশেম বাজারের ভিতর দিয়ে ১৯০ মিটার দক্ষিণ দিকে অবস্থিত। কুড়িগ্রাম জেলার দুইটি ইউনিয়ন মডেল ইউনিয়ন নামে ঘোষণা করা হয় তার মধ্যে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন মডেল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।[৪]
খাল ও নদ-নদী
সম্পাদনাইউনিয়নের দক্ষিণ-পশ্চিম দিক ঘেষে দক্ষিণে ০৫ কি.মি. তিস্তা নদী প্রবাহিত। পশ্চিম সীমান্তে তিস্তা সড়ক সেতু ও তিস্তা রেল সেতু অবস্থিত। বর্ষাকালে তিস্তা নদীর উত্তর দিক (ভারত) থেকে নেমে আসা পাহাড়ী ঢলে বন্যায় দু কুল প্লাবিত হয়। প্রতি বছর অনেক ঘর-বাড়ি ও জমি নদীর জলের সাথে বিলিন হয়ে যায়।[৫] এছাড়া এখানে ঘড়িয়াল ডাঙ্গা বিল নামক প্রায় ১ কি.মি দৈর্ঘ্যর ধনুক আকৃতির একটি বিল রয়েছে।
বর্তমান ও প্রাক্তন পরিষদ
সম্পাদনা- ১৯৯৭-২০০৩
- ২০০৩-২০১১
নাম | পদ | ওয়ার্ড | সূত্র |
---|---|---|---|
আব্দুল কুদ্দুস প্রামানিক | চেয়ারম্যান | সকল | [৬] |
? | সচিব | ||
অবিনাশ চন্দ্র রায় | সদস্য | ৬ | |
আব্দুল বাতেন | সদস্য | ? |
- ২০১১-২০১৬
নাম | পদ | ওয়ার্ড | সূত্র |
---|---|---|---|
নজরুল ইসলাম | চেয়ারম্যান | সকল | [৭] |
? | সচিব | ||
? | ? |
- ২০১৬-২০২১ [৮]
ক্রম | নাম | পদ | ওয়ার্ড |
---|---|---|---|
০১ | রবীন্দ্র নাথ কর্মকার | চেয়ারম্যান | সকল |
০২ | আইয়ুব আলী | ইউপি সচিব | |
০৩ | এন্তাল হোসেন | সদস্য | ০১ |
০৪ | সাদেকুর রহমান | সদস্য | ০২ |
০৫ | হারুন অর রশিদ | সদস্য | ০৩ |
০৬ | মহুবর রহমান | সদস্য | ০৪ |
০৭ | শহিদুল ইসলাম | সদস্য | ০৫ |
০৮ | তপন কুমার শর্মা | সদস্য | ০৬ |
০৯ | জাহাঙ্গীর হোসেন মন্জু | সদস্য | ০৭ |
১০ | আব্দুল ছাত্তার বাবু | সদস্য | ০৮ |
১১ | আবু বক্কর সিদ্দিক | সদস্য | ০৯ |
১২ | মোর্শেদা বেগম | নারী সদস্য | ১, ২, ৩ |
১৩ | হোসনেআরা বেগম জেন্না | ৪, ৫, ৬ | |
১৪ | জাহানারা বেগম | ৭, ৮, ৯ |
- ২০২১- বর্তমান [৯]
নাম | পদ | ওয়ার্ড | সূত্র |
---|---|---|---|
আব্দুল কুদ্দুস প্রামানিক | চেয়ারম্যান | সকল | [১০] |
ববি পারভীন | সচিব | [১১] | |
তপন কুমার শর্মা | সদস্য | ৬ | |
আব্দুল বাতেন | সদস্য | ||
মামুনুর রশিদ | সদস্য | ||
মিনহাজুল ইসলাম | সদস্য | ||
নুর নাহার বেগম | নারী সদস্য | ||
শেফালী বেগম | |||
নুরনাহার বেগম | |||
মোঃ লিটন | সদস্য | ||
সাদিকুর রহমান | সদস্য | ||
জাহাঙ্গীর আলম | সদস্য | ||
ফখরুল ইসলাম | সদস্য | ||
আশাদুল হক | সদস্য |
পরিসংখ্যান
সম্পাদনা- গ্রাম ও জনসংখ্যা
ওয়ার্ড নং | গ্রামের নাম | জনসংখ্যা | উৎস (গুলি) |
---|---|---|---|
০১ | সুলতান বাহাদুর | ৩৪৭১ জন | [১২][১৩] |
০২ | গোবধা, কিশামত গোবধা, ভীমশর্মা, বাঘ আছড়া, ফতেখাঁ | ৩৮৫৫ জন | [১২][১৩] |
০৩ | পশ্চিম দেবত্তর | ৩১৭৪ জন | [১২][১৩] |
০৪ | পশ্চিম দেবত্তর, নাখেন্দা, গতিয়াশাম | ৩৭৮৯ জন | [১২][১৩] |
০৫ | গতিয়াশাম, নাখেন্দা | ৪৫৮৫ জন | [১২][১৩] |
০৬ | কিশামত নাখেন্দা, মুশরুৎ নাখেন্দা | ৩৫৬৫ জন | [১২][১৩] |
০৭ | চেতনা, খালিশা নাখেন্দা, খিতাব খাঁ | ২৪২২ জন | [১২][১৩] |
০৮ | খিতাব খাঁ | ২৯৭৯ জন | [১২][১৩] |
০৯ | খিতাব খাঁ | ৫৩৬৩ জন | [১২][১৩] |
- ভূমি
ক্রমিক নং | বিবরন | সংখ্যা/উপাত্ত |
---|---|---|
০১ | ইউপির আয়তন | ২৬.৫৫ বর্গ কি.মি. |
০২ | মোট জমির পরিমান | ৬৫৫৯ একর |
০৩ | আবাদি জমির পরিমান | ৪৭৮৩ একর |
০৪ | অনাবাদি জমির পরিমান | ১৭৭৬ একর |
০৫ | উঁচু জমির পরিমান | ৩০% |
০৬ | আঝারি জমির পরিমান | ৫০% |
০৭ | স্থায়ী পতিত জমির পরিমান | ১৫ একর |
০৮ | একফসলি জমির পরিমান | ৫৬০ একর |
০৯ | দোফসলি জমির পরিমান | ৩৩৩০ একর |
১০ | তেফসলি জমির পরিমান | ৮৯৩ একর |
১১ | খাস জমির পরিমান | ২৪.৭৯ একর |
- অন্যান্য তথ্যাদি
ক্রমিক নং | বিবরন | সংখ্যা/উপাত্ত |
---|---|---|
০১ | মোট পরিবার | ৫৭৩৫ টি |
০২ | কমিউনিটি ক্লিনিক | ০২ টি |
০৩ | রেলপথ | ০৫ কি.মি. |
০৪ | পাঁকা রাস্তা | ১৪ কি.মি. |
০৫ | ডাকঘর | ০২ টি |
০৬ | ব্যাংক | ০২ টি |
০৭ | হাট | ০৪ টি |
০৮ | নদী | ০১ টি |
০৯ | বাঁধ | ০৮ টি |
১০ | চাতাল | ২১ টি |
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- প্রাথমিক বিদ্যালয় ১৯ টি
- মাধ্যমিক বিদ্যালয় ৫ টি
- কলেজ ২টি
- মাদ্রাসা ৪টি
প্রাথমিক বিদ্যালয়
সম্পাদনা- খিতাব খাঁ সরকারী প্রাথমিক বিদ্যালয়
- নামা ভরট সরকারী প্রাথমিক বিদ্যালয়
- রাজমোহন সরকারী প্রাথমিক বিদ্যালয়
- সুলতান বাহাদুর মিঞা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বাঘ আছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শরিষা বাড়ি হাট প্রাথমিক বিদ্যালয়
- গতিয়াশাম সরকারী প্রাথমিক বিদ্যালয়
- পাটোয়ারি পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়
- পুটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বানছার হাট স-খা-না প্রাথমিক বিদ্যালয়
- ঘড়িয়ালডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়
- সিংগার ডাবড়ীহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়
- কিসামত নাখেন্দা রেজিঃ বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়
- কমলাগঞ্জ রেজি প্রাথমিক বিদ্যালয়
- চায়না বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়
- বাড়াই পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কিসামত গোবধা সরকারী প্রাথমিক বিদ্যালয়
- চর খিতাব খাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ
- সিংগার ডাবড়ী হাট বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজ
- সিংগারডাবড়ী হাট মহাবিদ্যালয়
- সিংগার ডাবড়ী হাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়
- সরকার বাড়ী উচ্চ বিদ্যালয়
- ঘড়িয়ালডাঙ্গা উচ্চ বিদ্যালয়
- ভীমশর্মা উচ্চ বিদ্যালয়
অন্যান্য প্রতিষ্ঠান
সম্পাদনা- সিংগারডাবড়ীহাট বহুমুখী সমবায় সমিতি লিমিটেড
- রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকক, সিংগারডারড়ীহাট শাখা
দর্শনীয় স্থান
সম্পাদনাউল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনা- বাদল খন্দকার (চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক)
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ইউপি চেয়ারম্যান"। gharialdangaup.kurigram.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-২৭।
- ↑ "গ্রাম সমূহের তালিকা"। gharialdangaup.kurigram.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-২৭।
- ↑ "ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ভৌগোলিক অবস্থান"। www.gharialdangaup.kurigram.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১২।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদের অবস্থান"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০২০-১০-০৪।
- ↑ "ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খাল বিল ও নদী"। www.gharialdangaup.kurigram.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১২।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন"। gharialdangaup.kurigram.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-২৬।
- ↑ "ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন"। gharialdangaup.kurigram.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-২৬।
- ↑ "প্রাক্তন সদস্যদের তালিকা"। gharialdangaup.kurigram.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-২৭।
- ↑ "জনপ্রতিনিধি তালিকা"। gharialdangaup.kurigram.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-২৬।
- ↑ "ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন"। gharialdangaup.kurigram.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-২৬।
- ↑ "ইউপি সচিব"। gharialdangaup.kurigram.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-২৭।
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ "ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক গ্রাম"। www.gharialdangaup.kurigram.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১২।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ "ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের জনসংখ্যা"। www.gharialdangaup.kurigram.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১২।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "এক নজরে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের অন্যান্য তথ্যদি"। www.gharialdangaup.kurigram.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১২।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]