গ্সার-মা
(গ্সার মা থেকে পুনর্নির্দেশিত)
এই নিবন্ধে একাধিক সমস্যা রয়েছে। অনুগ্রহ করে নিবন্ধটির মান উন্নয়ন করুন অথবা আলাপ পাতায় বিষয়গুলো নিয়ে আলোচনা করুন।
|
গ্সার-মা (তিব্বতি: གསར་མ, ওয়াইলি: gsar ma) বা নবীন অনুবাদক সম্প্রদায় বলতে সেই সমস্ত তিব্বতী বৌদ্ধধর্ম সম্প্রদায়দের বোঝানো হয়, যারা দশম শতাব্দীর পর থেকে সংস্কৃত থেকে তিব্বতী ভাষায় বৌদ্ধ পুঁথি অনুবাদ করেন। তিব্বতী বৌদ্ধধর্মের চারটি প্রধান সম্প্রদায়ের মধ্যে তিনটি সম্প্রদায় গ্সার মার অন্তর্গত। এই সম্প্রদায়গুলি হল-
- সা-স্ক্যা (তিব্বতি: ས་སྐྱ་, ওয়াইলি: sa skya)
- ব্কা'-ব্র্গ্যুদ (তিব্বতি: བཀའ་བརྒྱུད, ওয়াইলি: bka' brgyud)
- দ্গে-লুগ্স (তিব্বতি: དགེ་ལུགས, ওয়াইলি: dge lugs)
তিব্বতী বৌদ্ধধর্মের চারটি প্রধান সম্প্রদায়ের মধ্যে প্রাচীনতম র্ন্যিং-মা সম্প্রদায়কে স্ঙ্গা-গ্যুর (তিব্বতি: སྔ་འགྱུར།, ওয়াইলি: snga 'gyur) বলা হয়ে থাকে। এই কথাটির অর্থ প্রাচীন অনুবাদ সম্প্রদায়।