মোহনীয়তা (উপস্থাপনা)

ফ্যাশনেবল ও আকর্ষণীয় ভঙ্গিমা
(গ্ল্যামার (উপস্থাপনা) থেকে পুনর্নির্দেশিত)

মোহনীয়তা বলতে মূলত বোঝানো হতো কোনও ব্যক্তির কোনও কিছুর ওপর জাদুকরী একটা প্রভাবকে যা তাকে আকর্ষণীয় করে তুলতো। বর্তমানে মোহনীয়তা বলতে বোঝায় নির্দিষ্ট একটি কেতাদুরস্ত ও আকর্ষণীয় ভঙ্গিমা যা, কারো একটি বিলাসময় ও আভিজাত্যপূর্ণ উপস্থাপনা তৈরি করে। এবং এই উপস্থাপনা বাস্তবের চেয়ে সুন্দর। সাধারণত, ব্যক্তি, কর্মকাণ্ড, স্থান, প্রযুক্তি, বা পণ্য মোহনীয় হতে পারে কিংবা মোহনীয়তা যোগ করতে পারে।

হেডি ল্যামারকে ধরা হতো একজন মোহনীয় তারকা হিসেবে

অন্য ভাষায়

সম্পাদনা

মোহনীয়তাকে ইংরেজিতে "গ্ল্যামার" (ইংরেজি: Glamour) বলে।