গ্লোরিয়া সোয়ানসন

মার্কিন অভিনেত্রী (1899–1983)

গ্লোরিয়া মে জোসেফিন সোয়ানসন[] (ইংরেজি: Gloria May Josephine Swanson; ২৭ মার্চ ১৮৯৯ - ৪ এপ্রিল ১৯৮৩) ছিলেন একজন মার্কিন অভিনেত্রী ও প্রযোজক। তিনি নির্বাক চলচ্চিত্র যুগে সেসিল বি. ডামিলের চলচ্চিত্রে তারকা অভিনেত্রী ও ফ্যাশন আইকন হিসেবে পরিচিতি অর্জন করেন। ১৯২০-এর দশকে তিনি হলিউডের শীর্ষ বক্স অফিস তারকা ছিলেন।[] তিনি সানসেট বুলেভার (১৯৫০) চলচ্চিত্রে নির্বাক চলচ্চিত্র তারকা নর্মা ডেসমন্ড চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত।

গ্লোরিয়া সোয়ানসন
Gloria Swanson
স্টুডিও প্রচারণামূলক ছবিতে সোয়ানসন
জন্ম
গ্লোরিয়া মে জোসেফিন সোয়ানসন

(১৮৯৯-০৩-২৭)২৭ মার্চ ১৮৯৯
মৃত্যু৪ এপ্রিল ১৯৮৩(1983-04-04) (বয়স ৮৪)
নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র
সমাধিচার্চ অব হেভেনলি রেস্ট, নিউ ইয়র্ক সিটি
অন্যান্য নামগ্লোরিয়া মে
পেশাঅভিনেত্রী, প্রযোজক
কর্মজীবন১৯১৪-১৯৮৩
দাম্পত্য সঙ্গীওয়ালেস বিরি
(বি. ১৯১৬; বিচ্ছেদ. ১৯১৮)
সন্তান
স্বাক্ষর

সোয়ানসন বেশ কিছু নির্বাক চলচ্চিত্রে অভিনয় করেন এবং কয়েকটি চলচ্চিত্র প্রযোজনা করেন। তিনি নির্বাক স্যাডি টমসন-এ অভিনয় করে একাডেমি পুরস্কারের প্রথম আয়োজনে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে মনোনয়ন লাভ করেন। পরবর্তীকালে তিনি দ্য ট্রেসপাসার চলচ্চিত্র দিয়ে সবাক চলচ্চিত্রে অভিনয় শুরু করেন এবং এই কাজের জন্য টানা দ্বিতীয়বারের মত শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

১৯৩০-এর দশকে ব্যক্তিগত সমস্যা ও রুচির পরিবর্তনের জন্য তার জনপ্রিয়তায় ভাটা পড়ে এবং তিনি প্রথমে মঞ্চে ও পরে টেলিভিশনে অভিনয় শুরু করেন। ১৯৫০-এর দশকের শুরুতে তিনি সানসেট বলেভার্ড-এ অভিনয়ের মধ্যে দিয়ে চলচ্চিত্রে ফিরেন এবং এই কাজের জন্য সেরা নাট্য চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন এবং তার তৃতীয় একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। টেলিভিশনে তিনি বার্কস ল ধারাবাহিকে অভিনয়ের জন্য ১৯৬৪ সালে শ্রেষ্ঠ টিভি অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

পুরস্কার ও মনোনয়ন

সম্পাদনা
পুরস্কার বছর বিভাগ মনোনীত কর্ম ফলাফল
একাডেমি পুরস্কার ১৯২৯ শ্রেষ্ঠ অভিনেত্রী স্যাডি টমসন মনোনীত
১৯৩০ দ্য ট্রেসপাসার মনোনীত
১৯৫১ সানসেট বুলেভার মনোনীত
গোল্ডেন গ্লোব পুরস্কার ১৯৫১ সেরা নাট্য চলচ্চিত্র অভিনেত্রী সানসেট বুলেভার বিজয়ী
১৯৬৪ সেরা টিভি অভিনেত্রী বার্ক্‌স ল মনোনীত
ন্যাশনাল বোর্ড অব রিভিউ পুরস্কার ১৯৫১ শ্রেষ্ঠ অভিনেত্রী সানসেট বুলেভার বিজয়ী
১৯৮০ আজীবন সম্মাননা বিজয়ী
স্যাটার্ন পুরস্কার ১৯৭৫ বিশেষ পুরস্কার বিজয়ী

তথ্যসূত্র

সম্পাদনা
  1. কর্নেল সারভ্যাডি, আন্ড্রেয়া; মিলার, ফ্র্যাংক; হাস্কেল, মলি; অসবার্ন, রবার্ট (২০০৬)। Leading Ladies: The 50 Most Unforgettable Actresses of the Studio Era। ক্রনিকল বুকস। পৃষ্ঠা ১৮৫। আইএসবিএন 0-8118-5248-2 
  2. ফ্লিন্ট, পিটার বি. (৫ এপ্রিল ১৯৮৩)। Gloria Swanson Dies; 20s Film Idolদ্য নিউ ইয়র্ক টাইমস 

বহিঃসংযোগ

সম্পাদনা