গ্রেনাডা ফুটবল অ্যাসোসিয়েশন
গ্রেনাডার ফুটবলের নিয়ন্ত্রণকারী সংস্থা
গ্রেনাডা ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি: Grenada Football Association; এছাড়াও সংক্ষেপে জিএফএ নামে পরিচিত) হচ্ছে গ্রেনাডার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯২৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৫৪ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি একই বছরে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা কনকাকাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর গ্রেনাডার রাজধানী সেন্ট জর্জ'সে অবস্থিত।
কনকাকাফ | |
---|---|
প্রতিষ্ঠিত | ১৯২৪[১] |
সদর দপ্তর | সেন্ট জর্জ'স, গ্রেনাডা |
ফিফা অধিভুক্তি | ১৯৭৮[১] |
কনকাকাফ অধিভুক্তি | ১৯৭৮[২] |
সভাপতি | চেনি জোসেফ |
সহ-সভাপতি | |
ওয়েবসাইট | www |
এই সংস্থাটি গ্রেনাডার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে জিএফএ প্রিমিয়ার লীগ, জিএফএ প্রথম বিভাগ এবং জিএফএ সুপার নকআউট কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে।[৩] বর্তমানে গ্রেনাডা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন চেনি জোসেফ এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন কেন মার্টিন-ওয়াইটম্যান।
কর্মকর্তা
সম্পাদনা- ৯ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান | নাম |
---|---|
সভাপতি | চেনি জোসেফ |
সহ-সভাপতি | প্যাট্রিক ফ্রান্সিস |
অ্যালান জেমস | |
সাধারণ সম্পাদক | কেন মার্টিন-ওয়াইটম্যান |
কোষাধ্যক্ষ | অ্যান্ড্রে চার্লস |
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক | নিশা পিটার্স |
প্রযুক্তিগত পরিচালক | জেরি অ্যালেক্সিস |
ফুটসাল সমন্বয়কারী | |
জাতীয় দলের কোচ (পুরুষ) | শালরি জোসেফ |
জাতীয় দলের কোচ (নারী) | অ্যান্ড্রু মুনরো |
রেফারি সমন্বয়কারী | ভালমান বিডিউ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "অ্যাসোসিয়েশনের তথ্য"। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২৪ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২০।
- ↑ The Royal Gazette. 9 December 1978.
- ↑ "Grenada - List of Champions"। www.rsssf.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-১০।
বহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)
- ফিফা-এ গ্রেনাডা ফুটবল অ্যাসোসিয়েশন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৯ আগস্ট ২০১৮ তারিখে (ইংরেজি)
- কনকাকাফ-এ গ্রেনাডা ফুটবল অ্যাসোসিয়েশন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২১ জানুয়ারি ২০২১ তারিখে (ইংরেজি)