গ্রাহাম গেডি

নিউজিল্যান্ডীয় ক্রিকেটার

সিডনি গ্রাহাম গেডি (ইংরেজি: Graham Gedye; জন্ম: ২ মে, ১৯২৯ - মৃত্যু: ১০ আগস্ট, ২০১৪) অকল্যান্ডের ওতাহুহু এলাকায় জন্মগ্রহণকারী নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। নিউজিল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৬০-এর দশকের মাঝামাঝি সংক্ষিপ্ত সময়ের জন্যে নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।

গ্রাহাম গেডি
১৯৬০-এর দশকের সংগৃহীত স্থিরচিত্রে গ্রাহাম গেডি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
সিডনি গ্রাহাম গেডি
জন্ম(১৯২৯-০৫-০২)২ মে ১৯২৯
ওতাহুহু, অকল্যান্ড, নিউজিল্যান্ড
মৃত্যু১০ আগস্ট ২০১৪(2014-08-10) (বয়স ৮৫)
অকল্যান্ড, নিউজিল্যান্ড
ব্যাটিংয়ের ধরনডানহাতি
ভূমিকাব্যাটসম্যান
সম্পর্কএই গেডি (পিতা)
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ৯৮)
২১ ফেব্রুয়ারি ১৯৬৪ বনাম দক্ষিণ আফ্রিকা
শেষ টেস্ট২২ জানুয়ারি ১৯৬৫ বনাম পাকিস্তান
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ৪৫
রানের সংখ্যা ১৯৩ ২,৩৮৭
ব্যাটিং গড় ২৪.১২ ৩০.২১
১০০/৫০ ০/২ ৩/১৩
সর্বোচ্চ রান ৫৫ ১০৪
বল করেছে - ১২
উইকেট -
বোলিং গড় - -
ইনিংসে ৫ উইকেট - -
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং - -
ক্যাচ/স্ট্যাম্পিং -/- ১৯/-
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২৪ সেপ্টেম্বর ২০২০

ঘরোয়া প্রথম-শ্রেণীর নিউজিল্যান্ডীয় ক্রিকেটে অকল্যান্ড দলের প্রতিনিধিত্ব করেন গ্রাহাম গেডি। দলে তিনি মূলতঃ ডানহাতি উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলতেন।

প্রথম-শ্রেণীর ক্রিকেট

সম্পাদনা

১৯৫৬-৫৭ মৌসুম থেকে ১৯৬৪-৬৫ মৌসুম পর্যন্ত গ্রাহাম গেডি’র প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেললেও তেমন দর্শনীয় খেলা উপহার দিতে পারেননি তিনি।

ডানহাতি উদ্বোধনী ব্যাটসম্যান ছিলেন গ্রাহাম গেডি। ১৯৫৬-৫৭ মৌসুমে অকল্যান্ডের পক্ষে খেলতে শুরু করেন। বেশ বিচক্ষণতার সাথে কয়েক মৌসুম খেলেন। এ পর্যায়ে সর্বোচ্চ করেন ৮৮ রান।[] ১৯৬৩-৬৪ মৌসুমের গ্রীষ্মে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে উভয় ইনিংসে শতরানের ইনিংস খেলে সকলের মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হন।[] সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে আরও একটি শতরানের ইনিংস উপহার দিয়ে দলকে জয় এনে দেন এবং পরবর্তী মৌসুমেও টেস্ট দলে নিজের উপস্থিতি নিশ্চিত করেন।[]

আন্তর্জাতিক ক্রিকেট

সম্পাদনা

সমগ্র খেলোয়াড়ী জীবনে চারটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন গ্রাহাম গেডি। ২১ ফেব্রুয়ারি, ১৯৬৪ তারিখে ওয়েলিংটনে সফরকারী দক্ষিণ আফ্রিকা দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ২২ জানুয়ারি, ১৯৬৫ তারিখে একই মাঠে সফরকারী পাকিস্তান দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি। নিউজিল্যান্ডের ৯৮তম টেস্ট ক্যাপধারী ছিলেন।

ঘরোয়া ক্রিকেটে সুন্দর ক্রীড়াশৈলী প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ নিজদেশে সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজ খেলার জন্যে তাকে নিউজিল্যান্ড দলে অন্তর্ভুক্ত করা হয়। দুইটি অর্ধ-শতরানের ইনিংস খেলেন। প্রথম টেস্টে ১০ ও ৭০ ওভার পর্যন্ত ৫২ রান তুলে খেলা রক্ষা করেন।[] তৃতীয় টেস্টে ১৮ ও ৫৫ রান সংগ্রহ করেছিলেন তিনি।[] ২৭.৬৬ গড়ে ১৬৬ রান তুলে গড়ের দিক দিয়ে ও রান সংগ্রহের দিক দিয়ে নিউজিল্যান্ডীয়দের মধ্যে তৃতীয় স্থানে অবস্থান করেন।[]

পাকিস্তানের মুখোমুখি

সম্পাদনা

১৯৬৪-৬৫ মৌসুমে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ১৬০ মিনিট ব্যয় করে মাত্র ২৬ রান তুলতে সমর্থ হন। এরপর তাকে দলের বাইরে রাখা হয়। ১৯৬৫ সালে ভারত, পাকিস্তান ও ইংল্যান্ড গমনার্থে তাকে দলে রাখা হয়নি। ফলশ্রুতিতে, প্রথম-শ্রেণীর ক্রিকেট থেকে নিজের অবসর গ্রহণের কথা ঘোষণা করেন তিনি।[][]

অকল্যান্ডে খেলাকালীন রজার হ্যারিসের সাথে ব্যাটিং উদ্বোধন করতে নামতেন। প্লাঙ্কেট শীল্ডে তার উভয়েই বেশ কয়েকটি শতরানের জুটি গড়েছিলেন।[]

ক্রিকেট খেলার পাশাপাশি রাগবি খেলায়ও সিদ্ধহস্তের অধিকারী ছিলেন তিনি। অকল্যান্ডের পক্ষে রাগবি খেলায় অংশ নিয়েছেন।[] ১০ আগস্ট, ২০১৪ তারিখে ৮৫ বছর বয়সে অকল্যান্ড এলাকায় গ্রাহাম গেডি’র দেহাবসান ঘটে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Graham Gedye batting season by season
  2. Auckland v Central Districts 1963-64
  3. "Central Districts v Auckland 1964-65"CricketArchive। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৭ 
  4. Wisden 2015, p. 189.
  5. Wisden 1965, pp. 839-42.
  6. Wisden 1965, p. 821.
  7. "Former Kiwi cricket rep Graham Gedye dies - Sport - NZ Herald News"। Nzherald.co.nz। সংগ্রহের তারিখ ২০১৪-০৮-১৫ 

আরও দেখুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা