গ্যারি সিনিস

মার্কিন অভিনেতা
(গ্যারি সিনাইস থেকে পুনর্নির্দেশিত)

গ্যারি অ্যালান সিনিস ([Gary Alan Sinise — উচ্চারণ: গ্যারি সীনিস্‌] ত্রুটি: {{Lang-xx}}: text has italic markup (সাহায্য)) (জন্ম: ১৭ মার্চ, ১৯৫৫) একজন মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক। তিনি একবার করে এমি পুরস্কারগোল্ডেন গ্লোব পুরস্কার জয় করেছেন। সেই সাথে তিনি একবার করে পাম ডি’ওর ও একাডেমি পুরস্কারের জন্যও মনোনীত হয়েছেন। ১৯৯২ সালে সিনিস অফ মাইস অ্যান্ড মেন (১৯৯২) চলচ্চিত্রটি পরিচালনা ও অভিনয় করেন। ফরেস্ট গাম্প চলচ্চিত্রে লেফটেন্যান্ট ড্যান টেইলর চরিত্রে অভিনয়ের জন্য তিনি ১৯৯৪ সালে সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। টেলিচলচ্চিত্র ট্রুম্যান-এ অভিনয়ের জন্য তিনি একবার গোল্ডেন গ্লোব পুরস্কারও জয় করেছিলেন। র‌্যানসম (১৯৯৬) চলচ্চিত্রে তিনি একজন দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তা রন হাওয়ার্ড চরিত্রে অভিনয় করে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। এছাড়া তিনি টিভি চলচ্চিত্র জর্জ ওয়ালেস-এও অভিনয় করেছিলেন, যেখানে তার চরিত্রটি ছিলো আলাবামার সাবেক গভর্নর জর্জ ওয়ালেস-এর।

গ্যারি সিনিস
২০০৯ সালে অক্টোবরে সিনিস
জন্ম
গ্যারি অ্যালান সিনিস
পেশাঅভিনেতা, পরিচালক
কর্মজীবন১৯৮০–বর্তমান
দাম্পত্য সঙ্গীমরিয়া হ্যারিস (১৯৮১–বর্তমান)

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা