গ্যাংস অব ওয়াসেপুর - ভাগ ১
গ্যাংস অব ওয়াসেপুর - ভাগ ১ (মূল: Gangs of वासेपुर) হল অনুরাগ কশ্যপ পরিচালিত ২০১২ সালের ভারতীয় হিন্দি ভাষার ডার্ক কমেডি অপরাধ চলচ্চিত্র। এটি রচনা করেছেন কশ্যপ ও জেশান কাদরি। এটি গ্যাংস অব ওয়াসেপুর ধারাবাহিকের প্রথম কিস্তি। এটি ১৯৪১ সালে থেকে ১৯৯০-এর দশকের মাঝামাঝি পর্যন্ত ধনবাদের কয়লা মাফিয়া এবং তিনটি পরিবারের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব, রাজনীতি ও প্রতিশোধ নিয়ে আবর্তিত। প্রথম ভাগের তারকাবহুল অভিনয়শিল্পীদলে রয়েছেন মনোজ বাজপেয়ী, ঋচা চড্ডা, রিমা সেন, পিযূষ মিশ্র, নওয়াজুদ্দীন সিদ্দিকী, বিনীত কুমার সিং, পঙ্কজ ত্রিপাঠি, হুমা কুরেশী, অনুরিতা ঝা ও তিগমাংশু ধুলিয়া।
গ্যাংস অব ওয়াসেপুর - ভাগ ১ | |
---|---|
পরিচালক | অনুরাগ কশ্যপ |
প্রযোজক | |
রচয়িতা | |
কাহিনিকার | জেশান কাদরি |
শ্রেষ্ঠাংশে | |
বর্ণনাকারী | পিযূষ মিশ্র |
সুরকার |
|
চিত্রগ্রাহক | রাজীব রবি |
সম্পাদক | শ্বেতা বেঙ্কট |
পরিবেশক | ভায়াকম ১৮ মোশন পিকচার্স |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৬০ মিনিট[১] |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
নির্মাণব্যয় | ₹ ৯.২ কোটি (ইউএস$ ১.১২ মিলিয়ন)[২] |
আয় | ₹ ২৭.৮৫ কোটি (ইউএস$ ৩.৪ মিলিয়ন)[৩][৪][৫][৬][৭][৮] |
দুটি খণ্ড একক চলচ্চিত্র হিসেবে ধারণ করা হলেও এর মোট দৈর্ঘ্য হয় ৩১৯ মিনিট।[৯][১০][১১] কোন ভারতীয় প্রেক্ষাগৃহ পাঁচ ঘণ্টার চলচ্চিত্র প্রদর্শন করবে না, তাই এটি দুই খণ্ডে ভাগ করে মুক্তি দেওয়া হয়। গ্যাংস অব ওয়াসেপুর ২০১২ সালে কান চলচ্চিত্র উৎসবের ডিরেক্টরস ফোর্টনাইটে সম্পূর্ণ প্রদর্শিত হয়,[১২] এবং এটিই একমাত্র হিন্দি ভাষার চলচ্চিত্র হিসেবে এই সম্মান অর্জন করে।[১৩] ২০১৩ সালে জানুয়ারিতে এটি সানড্যান্স চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। চলচ্চিত্রটি বারাণসী, বিহার ও চুনারে ধারণ করা হয়, যেখান থেকে ভারতীয় লোকসঙ্গীত সংবলিত চলচ্চিত্রের সাউন্ডট্র্যাকের অনুপ্রেরণা নেওয়া হয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "GANS OF WASSEYPUR – PART 1 (15)"। ব্রিটিশ বোর্ড অব ফিল্ম ক্লাসিফিকেশন। ১৯ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০২১।
- ↑ ভাটিয়া, ঋচা (২৫ জুন ২০১২)। "Anurag defends 'Gangs of Wasseypur' budget"। দ্য টাইমস অব ইন্ডিয়া। ২৮ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০২১।
- ↑ "earnings - Boxofficeindia.com"। বক্স অফিস ইন্ডিয়া। ১৫ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০২১।
- ↑ "3 weeks nett"। বক্স অফিস ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ২৫ মে ২০২১।
- ↑ "week two india"। বক্স অফিস ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ২৫ মে ২০২১।
- ↑ "Gangs Of Wasseypur Second Weekend Business"। বক্স অফিস ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ২৫ মে ২০২১।
- ↑ "week one"। বক্স অফিস ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ২৫ মে ২০২১।
- ↑ "Gangs of Wasseypur First Week Box Office Collections Report"। ২৮ জুন ২০১২। ২৮ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০২১।
- ↑ "Gangs of Wasseypur: World premiere at Cannes"। আইবিএন লাইভ। IANS। ২৪ এপ্রিল ২০১২। ২৫ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০২১।
- ↑ Leffler, Rebecca (২৪ এপ্রিল ২০১২)। "Cannes 2012: Michel Gondry's 'The We & The I' to Open Director's Fortnight"। দ্য হলিউড রিপোর্টার। সংগ্রহের তারিখ ২৫ মে ২০২১।
- ↑ "2012 Selection"। quinzaine-realisateurs.com। ডিরেক্টরস ফোর্টনাইট। ২৬ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০২১।
- ↑ "Anurag Kashyap's 'Gangs of Wasseypur' selected for Directors' Fortnight at Cannes" [অনুরাগ কাশ্যপের 'গ্যাংস অফ ওয়াসেপুর' ক্যানসে ডিরেক্টরস ফোর্টনাইটের জন্য নির্বাচিত]। ডিয়ার সিনেমা (ইংরেজি ভাষায়)। ডিয়ার সিনেমা। ২৪ এপ্রিল ২০১২। ২৭ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০২১।
- ↑ "Huma Qureshi to attend Sundance film fest"। দ্য টাইমস অব ইন্ডিয়া। ৭ ডিসেম্বর ২০১২। ২৬ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০২১।
বহিঃসংযোগ
সম্পাদনা- অলমুভিতে গ্যাংস অব ওয়াসেপুর - ভাগ ১ (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে গ্যাংস অব ওয়াসেপুর - ভাগ ১ (ইংরেজি)
- রটেন টম্যাটোসে গ্যাংস অব ওয়াসেপুর - ভাগ ১ (ইংরেজি)
- গ্যাংস অব ওয়াসেপুরের টুইটার ট্রেন্ড
- Indes réunionnaises-এ অনুরাগ কশ্যপের ইন্টারভিউ
- গ্যাংস অব ওয়াসেপুরের চরিত্রাবলি ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৫ মে ২০২১ তারিখে