গৌরী মা
গৌরী মা (ফেব্রুয়ারি ১৮৫৭ – ১ মার্চ ১৯৩৮) ছিলেন রামকৃষ্ণের বিশিষ্ট শিষ্য ও সারদা দেবীর সঙ্গী। তিনি কলকাতার সারদেশ্বরী আশ্রম ও বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা।[১]তার পূর্বাশ্রমের নাম ছিল মৃড়ানী বা রুদ্রাণী।[২]
গৌরী মা গৌরীয়ানন্দ | |
---|---|
ব্যক্তিগত তথ্য | |
জন্ম | মৃড়ানী বা রুদ্রাণী ফেব্রুয়ারি ১৮৫৭ |
মৃত্যু | ১ মার্চ ১৯৩৮ | (বয়স ৮১)
ধর্ম | হিন্দুধর্ম |
ক্রম | রামকৃষ্ণ মিশন |
দর্শন | অদ্বৈত বেদান্ত |
ধর্মীয় জীবন | |
গুরু | রামকৃষ্ণ |
যদিও গৌরী মা দক্ষিণেশ্বরে বসবাস করতেন, তথাপি রামকৃষ্ণ তাকে সন্ন্যাসিনী ঘোষণা করেন এবং যাবতীয় ধর্মানুষ্ঠানসমূহ সম্পন্ন করেন। এসব ধর্মানুষ্ঠানের পর রামকৃষ্ণ তাকে গৌরীয়ানন্দ নাম প্রদান করেন, যদিও তিনি নিজে তাকে গৌরী বা গৌরীদাসি বলে সম্বোধন করতেন। তবে সাধারণভাবে তিনি গৌরী মা নামেই পরিচিত হন।[৩]
প্রারম্ভিক জীবন
সম্পাদনাগৌরী মা ভারতের হাওড়ার শিবপুরে জন্মগ্রহণ করেন। তার আসল নাম মৃদানী।[৪] পিতা পার্বতীচরণ চট্টোপাধ্যায় কলকাতার খিদিরপুরে এক সওদাগরি অফিসে কাজ করতেন। মাতা গিরিবালা দেবী ছিলেন বিদূষী মহিলা। বাংলা ও সংস্কৃত ভাষায় তার বিশেষ দখল ছিল। অল্পবিস্তর ইংরেজী ও ফরাসী ভাষাও জানতেন।[৫] শৈশব থেকেই তিনি হিন্দু আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট হন। ১৩ বছর বয়সে তিনি তার জাগতিক বিষয়সমূহে অনীহা তৈরি হয় এবং তিনি তার মাকে বলেন যে, বর যদি অমর হয় তবেই আমি বিয়ে করতে পারি।[৪]
শৈশবের কোন এক সময় একজন যোগীনী তাকে পাথরে খোদাই করা কৃষ্ণ একটি ছবি দান করে এবং তাকে বলা হয় যে, কৃষ্ণ তার প্রেমে পড়েছে এবং সে যদি এই দেবতার উপসনা করে তাহলে তার মঙ্গল হবে।[৬] তখন থেকেই তিনি শ্রী কৃষ্ণকে স্বামী হিসেবে মনে মনে গ্রহণ করেন। শৈশবে ঘোলায় তিনি রামকৃষ্ণ কর্তৃক দীক্ষিত হন।[৭]
১৮৭৫ সালে তিনি আত্মীয় ও প্রতিবেশীদের সাথে গঙ্গাশ্বরে পূণ্যযাত্রা করেন। যাত্রার তৃতীয় দিনে তিনি তার নিকটাত্মীয়দের কাছ থেকে পালিয়ে যান এবং অন্য পূণ্যার্থীদের সাথে মিশে যান। এরপর তিনি রেলপথে অথবা পায়ে হেঁঠে ভারতের বিভিন্ন উপাসনালয় ও মন্দির ভ্রমণ করেন। এমন পূণ্য যাত্রার সময় তিনি হিন্দু ধর্মের বিভিন্ন পন্থার সাথে পরিচিত হন এবং নিজেও বিভিন্ন ধরনের হিন্দু পুঁথি অধ্যায়ন করা শুরু করেন।[৭]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Sri Sarada Devi – The Great Wonder (1984), published by Advaita Ashrama, Calcutta, আইএসবিএন ৮১-৮৫৩০১-৫৭-৩
- ↑ সুবোধ সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, নভেম্বর ২০১৩, পৃষ্ঠা ২০৭, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬
- ↑ Sannyasini Gauri Mata Puri Devi, A Monastic Disciple of Sri Ramakrishna (1995,2007), By Swami Shivatatvananda, Published by Mothers Trust Mothers Place, Ganges, Michigan, আইএসবিএন ৯৭৮-১-৪২৫৭-৩৫৩৯-৫
- ↑ ক খ Swami Mumukshananda (1997), Great Women of India, Published by Advaita Ashrama, আইএসবিএন ৮১-৮৫৩০১-৩০-১
- ↑ "শ্রীরামকৃষ্ণের কৃপাধন্য গৌরীমা:প্রণবেশ চক্রবর্তী"। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-১৭।
- ↑ Durga Puri Devi (1955), Gauri-ma, Published by Saradeswari Ashram, Calcutta
- ↑ ক খ Swami Chetanananda (1989), They Lived With God, Published by the Vedanta Society of St. Louis, আইএসবিএন ০-৯১৬৩৫৬-৬১-২