গৌরীপুর জমিদার বাড়ি
(গৌরীপুর রাজবাড়ি থেকে পুনর্নির্দেশিত)
গৌরীপুর জমিদার বাড়ি বাংলাদেশ এর ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। [১][২]
গৌরীপুর জমিদার বাড়ি | |
---|---|
সাধারণ তথ্যাবলী | |
ধরন | বাসস্থান |
অবস্থান | গৌরীপুর উপজেলা |
শহর | গৌরীপুর উপজেলা, ময়মনসিংহ জেলা |
দেশ | বাংলাদেশ |
উন্মুক্ত হয়েছে | আনুমানিক ১৭০০ শতকের দিকে |
স্বত্বাধিকারী | অজানা |
কারিগরি বিবরণ | |
উপাদান | ইট, সুরকি ও রড |
ইতিহাস
সম্পাদনাআনুমানিক ১৭০০ শতাব্দীর দিকে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছে বলে ধারণা করা হয়। গৌরীপুর জমিদার বাড়ি হলেও পাশাপাশি এখানে দুই জমিদারের জমিদারী ছিল। তাই তাদের আলাদা আলাদা দুইটি বাড়ি ছিল। স্থানীয়রা একটিকে আনন্দ কিশোরের ও অন্যটিকে সুরেন্দ্র প্রসাদ লাহড়ীর জমিদার বাড়ি হিসেবে বলে থাকে। তবে কে এই জমিদার বাড়ির মূল প্রতিষ্ঠাতা তার কোন তথ্য পাওয়া যায়নি।[২][৩][৪]
বংশ তালিকা
সম্পাদনাবর্তমান অবস্থা
সম্পাদনাজমিদার আনন্দ কিশোরের বাড়িটি এখন গৌরীপুর মহিলা কলেজ ও জমিদার সুরেন্দ্র প্রসাদ লাহড়ীর বাড়িটি গৌরীপুর সরকারী কলেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "পুরাকীর্তির সংক্ষিপ্ত বর্ণনা"। mymensinghdiv.gov.bd - বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৫ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ সেপ্টে ২০১৯।
- ↑ ক খ "শৌখিন জমিদার শশীকান্তের বাড়ি"। দৈনিক যুগান্তর। ১১ জুলাই ২০১৭। ৫ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ ক খ "গৌরীপুরে ঐতিহাসিক ৩০ স্থান ধ্বংসের পথে"। দৈনিক সমকাল। ১২ অক্টোবর ২০১৬। ৫ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "শৌখিন জমিদার শশীকান্তের বাড়ি"। দৈনিক জনকণ্ঠ। ৩ নভেম্বর ২০১৭।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |