গৌরীপুর ইউনিয়ন, দাউদকান্দি

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার একটি ইউনিয়ন

গৌরীপুর বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত দাউদকান্দি উপজেলার একটি ইউনিয়ন

গৌরীপুর
ইউনিয়ন
গৌরীপুর ইউনিয়ন পরিষদ
গৌরীপুর চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
গৌরীপুর
গৌরীপুর
গৌরীপুর বাংলাদেশ-এ অবস্থিত
গৌরীপুর
গৌরীপুর
বাংলাদেশে গৌরীপুর ইউনিয়ন, দাউদকান্দির অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৩১′ উত্তর ৯০°৫০′ পূর্ব / ২৩.৫১৭° উত্তর ৯০.৮৩৩° পূর্ব / 23.517; 90.833 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকুমিল্লা জেলা
উপজেলাদাউদকান্দি উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৫১৭ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

এ ইউনিয়নের আয়তন প্রায় ৮.৪০ বর্গ কিঃ মিঃ।

জনসংখ্যা

সম্পাদনা

এ ইউনিয়নের জনসংখ্যা প্রায় ৩০৩০০ জন।

ইতিহাস

সম্পাদনা

গোমতী ও কালাডুমুর নদীর তীরে গড়ে উঠা দাউদকান্দি উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো গৌরীপুর ইউনিয়ন। জমিদার প্রথার সময়কার এক জমিদার গৌরীমোহন এর নামে গৌরীপুর ইউনিয়নের নাম করন করা হয়। গৌরীমোহন প্রথম যখন এ অঞ্চলে আসেন তখন এ এলাকা ছিল লোকশূন্য। এরপর এই এলাকাকে জনবহুল করার জন্য বর্তমানে গৌরীপুর বাজারে একটি হাট বসান এবং সে থেকে এ অঞ্চলের নামকরন করা হয় গৌরীপুর। গৌরীপুর ইউনিয়ন পূর্বে গৌরীপুর পশ্চিম ইউনিয়ন নামে পরিচিত ছিল।

অবস্থান ও সীমানা

সম্পাদনা

দাউদকান্দি উপজেলার উত্তরাংশে গৌরীপুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পশ্চিমে দাউদকান্দি পৌরসভাসুন্দলপুর ইউনিয়ন, দক্ষিণে বারপাড়া ইউনিয়ন, পূর্বে জিংলাতলী ইউনিয়ন এবং উত্তরে তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

গৌরীপুর ইউনিয়ন দাউদকান্দি উপজেলার আওতাধীন একটি ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম দাউদকান্দি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৯নং নির্বাচনী এলাকা কুমিল্লা-১ এর অংশ।

শিক্ষা

সম্পাদনা

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা
প্রাথমিক বিদ্যালয়
  • গৌরীপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়
মাধ্যমিক বিদ্যালয়
  • গৌরীপুর আইডিয়াল স্কুল
  • গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়
  • গৌরীপুর বিলকিস মোশারফ বালিকা উচ্চ বিদ্যালয়
  • মিশন স্কুল এন্ড কলেজ
  • ভয়েজার ইংলিশ স্কুল এন্ড কলেজ
  • অক্সফোর্ড ইংলিশ স্কুল এন্ড কলেজ
  • মাইলস্টোন স্কুল এন্ড কলেজ
  • আনন্দ মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজ
  • রামনগর জেড এ উচ্চ বিদ্যালয়
কলেজ

* আকবর আলী খান কারিগরি ও বাণিজ্য কলেজ

  • গৌরীপুর মুন্সি ফজলুর রহমান সরকারি কলেজ
মাদ্রাসা
  • তাহফিজুল উম্মাহ মাদরাসা

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

ঢাকা চট্টগ্রাম মহাসড়ক গৌরীপুর বাসস্টেশন থেকে উত্তর দিকে।

খাল ও নদী

সম্পাদনা

গৌরীপুর ইউনিয়নের সবচেয়ে বড় নদী হচ্ছে গোমতী নদী (কুমিল্লা)। এটি দাউদকান্দি দাউদকান্দি সেতুর নিচ থেকে উত্তর দিক দিয়ে লালপুর হয়ে গৌরীপুর ইউনিয়নে প্রবেশ করে। এর একটি শাখা নদী হলো কালি ডুমুর এটি গৌরীপুর বাজারে পুর্ব থেকে লক্ষীপুর ব্রিজের নিচ থেকে দক্ষিণ হয়ে পূর্ব দিকে এসেছে। এটি ইলিয়টগঞ্জ বাজার ব্রিজের নিচে গিয়ে মিলিত হয়েছে।

হাট-বাজার

সম্পাদনা

গৌরীপুর ইউনিয়নের স্বনামধন্য বাজার হলো গৌরীপুর বাজার। এটি কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী বাজার। কথিত আছে এই বাজারে জমির দাম বাংলা দেশে সবচেয়ে বেশি (প্রায় এক কোটি টাকা)। প্রতি সাপ্তাহিক রবিবার এই বাজার জাক জমক হয়। বাংলাদেশের প্রায় এমন কোন জিনিস নেই যা গৌরীপুরে পাওয়া যায় না।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা