গৌরম্ভা ইউনিয়ন
বাগেরহাট জেলার রামপাল উপজেলার একটি ইউনিয়ন
গৌরম্ভা ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলার রামপাল উপজেলার একটি প্রশাসনিক অঞ্চল।[১] এটি ৩৩.৩৮ কিমি২ (১২.৮৯ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং ২০১১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ২৭,৮৪১ জন।[২]
গৌরম্ভা | |
---|---|
ইউনিয়ন | |
গৌরম্ভা ইউনিয়ন | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | বাগেরহাট জেলা |
উপজেলা | রামপাল উপজেলা |
আয়তন | |
• মোট | ৩৩.৩৮ বর্গকিমি (১২.৮৯ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১৮,৭৪৪ |
• জনঘনত্ব | ৫৬০/বর্গকিমি (১,৫০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | gouramvaup |
ভৌগোলিক অবস্থান
সম্পাদনাভৌগোলিক অবস্থান অনুযায়ী ইউনিয়নটির পূর্বে উজলকুড় ইউনিয়ন পরিষদ ও ফকিরহাট উপজেলা, পশ্চিমে বটিয়াঘাটা উপজেলা, উত্তরে ভান্ডারকোট ও শুভদিয়া ইউনিয়ন এবং ফকিরহাট উপজেলা, দক্ষিণে রাজনগর ইউনিয়ন ও দাকোপ উপজেলা অবস্থিত।
গ্রামসমূহ
সম্পাদনা- বর্ণি
- উত্তর গৌরম্ভা
- গৌরম্ভা
- শ্রীরম্ভা
- কন্যাডুব
- কাপাশডাঙ্গা
- মুরুলিয়া
- কৈগর্দাশকাঠি
- প্রসাদনগর
- ভৈরবডাঙ্গা
- ছায়রাবাদ
- আদাঘাট
- আলুকদিয়া
- চিত্রা
- সোনাকুড়
- শংকরনগর
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "গৌরম্ভা ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৫।
- ↑ "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬।