গৌরব রায় চৌধুরী একজন ভারতীয় অভিনেতা যিনি শুভ দৃষ্টি এবং 'তোমায় আমায় মিলে'[] সহ বেশ কয়েকটি বাংলা টেলিভিশন সিরিয়াল করেছেন। তিনি বর্তমানে জি বাংলার ত্রিনয়নী (টেলিভিশন ধারাবাহিক)[] ধারাবাহিকে অভিনয় করেছেন।

গৌরব রায় চৌধুরী
জন্ম
পেশাঅভিনেতা
কর্মজীবন২০১০- বর্তমান

অভিনয় জীবন

সম্পাদনা

অভিনয় থিয়েটারে শুরু করেছিলেন। গৌরব সর্বদা অভিনয় সম্পর্কে উৎসাহী ছিলেন । অভিনেতা হওয়ার ইচ্ছে নিয়ে গৌরব ও তার বন্ধু টালিগঞ্জে এসেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত তারা একজন জালিয়াতের প্রতারণার শিকার হন, যিনি নিজেকে টালিউডের একটি বড় ব্যক্তি দাবি করেছিলেন। তরুণ গৌরবের হৃদয় ভেঙে যায়। কিন্তু তিনি হাল ছাড়েন নি । অভিনেতা হিসাবে নিজেকে তৈরি করা শুরু করেন এবং অভিনেতা,কৌশিক সেনএর থিয়েটার দলে অভিনয় দক্ষতা গড়ে তোলার জন্য যোগ দেন। থিয়েটার গ্রুপে থাকার সময়, গৌরব কৌশিকের মা চিত্রার ঘনিষ্ঠ‌ ছিলেন, যিনি একজন অভিজ্ঞ অভিনেত্রী। তিনি তাকে উৎসাহ দিতেন। একজন অভিনেতা হিসাবে সংগ্রাম করার পর, গৌরব এখন টেলিভিশনে বেশ সফল হয়েছেন । কিন্তু তারপরেও তিনি নিজেকে নায়ক মানতে রাজি নন, যদিও তার অনেক ভক্ত অনুরাগী রয়েছে। বরং নিজেকে একজন অভিনেতা বলতে খুশি তিনি, যিনি আরও কাজের জন্য ক্ষুধার্ত।বর্তমানে রাজ চক্রবর্তীর চলচ্চিত্র "শেষ থেকে শুরু"র জন্য শুটিং করছেন।তার প্রথম চলচ্চিত্র অমর প্রেম(২০১৬)[] সানন্দা টিভিতে তার প্রথম টিভি সিরিয়াল অল্প প্রেমের গল্প‌। তার পরে তিনি একাধিক টিভি সিরিয়াল করেছেন । স্টার জলসার "ভালোবাসা.কম", "বিধির বিধান", মহুয়া বাংলাতে "খুশি", জি বাংলাতে "কাছে আয় সই" প্রভৃতি। তার অভিনীত জনপ্রিয় টিভি চরিত্র ছিল কাছে আয় সই (২৯ এপ্রিল ২০১৩ - ২২ এপ্রিল ২০১৪) এর রূপ,তোমায় আমায় মিলের(১১ মার্চ, ২০১৩ - ২০ মার্চ, ২০১৬) নিশীথ ঘোষ, শুভ দৃষ্টির শুভজিত মুখার্জী‌।

ধারাবাহিক

সম্পাদনা
বছর শিরোনাম ভূমিকা ভাষা মন্তব্য
২০১০-২০১২ @ভালোবাসা ডট কম অনিকেত বাংলা
২০১২-২০১৩ বিধির বিধান রনজয় দেব বর্মণ/ রণ বাংলা
২০১৩-২০১৪ কাছে আয় শই রূপ বাংলা
২০১৪-২০১৬ তোমায় আমায় মিলে নীতিশ ঘোষ বাংলা
২০১৮-২০১৯ শুভ দৃষ্টি শুভজিৎ মুখোপাধ্যায় (শুভ) বাংলা
২০১৯-২০২০ ত্রিনয়নী (টেলিভিশন ধারাবাহিক) দীপ্ত‌ব্রত বসু বাংলা
২০২০-২০২১ ওগো নিরুপমা (ধারাবাহিক)[] আবির বাংলা
২০২২ পিলু আহির বসু মুল্লিক বাংলা

পুরস্কার

সম্পাদনা
  • গৌরব রায় চৌধুরী স্টার জলসা পরিবার পুরস্কার পেয়েছেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Riju out, Gourab is new Nishith in Tomay Amay Mile - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-০৮ 
  2. "'Trinayani' actor Gourab Roy Chowdhury loves playing flute"। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০২০ 
  3. "Gourab eagerly waiting for Trinayani to go on air - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-০৮ 
  4. "Actor Gourab Roy Chowdhury to play the lead in 'Ogo Nirupoma'"। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২০ 

বহিঃসংযোগ

সম্পাদনা