গৌরনদী পৌরসভা
গৌরনদী পৌরসভা বাংলাদেশের বরিশাল জেলার গৌরনদী উপজেলার স্থানীয় সরকার সংস্থা। ১৯৯৬ সালে পৌরসভাটি প্রতিষ্ঠিত হয়।[২] এটি একটি ক শ্রেনীর পৌরসভা।[৩]
গৌরনদী পৌরসভা | |
---|---|
স্থানীয় সরকার | |
ধরন | |
ধরন | |
ইতিহাস | |
শুরু | ২৬ ডিসেম্বর ১৯৯৬ |
নতুন অধিবেশন শুরু | ১৪ ফেব্রুয়ারি ২০১১ |
নেতৃত্ব | |
মেয়র | মোঃ হারিছুর রহমান [১], বাংলাদেশ আওয়ামী লীগ |
নির্বাচন | |
এফপিটিপি | |
সর্বশেষ নির্বাচন | ২০১১ |
সভাস্থল | |
গৌরনদী পৌরসভা কার্যালয় |
ইতিহাস
সম্পাদনা১৯৯৬ সালের ২৬ ডিসেম্বর গ শ্রেণীর পৌরসভা হিসেবে গৌরনদী পৌরসভা প্রতিষ্ঠিত হয়। সাবেক চিফ হুইপ ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসানাত আবদুল্লাহ গৌরনদী উপজেলা সদরকে পৌরসভায় উন্নীত করেছিলেন। ১৯৯৯ সালের ১৫ সেপ্টেম্বর এ পৌরসভা খ শ্রেণিতে এবং ২০০৯ সালে ‘ক’ শ্রেণীতে এ পৌরসভাকে উন্নীত করা হয়।[৪]
প্রশাসনিক অবকাঠামো
সম্পাদনাগৌরনদী পৌরসভার আয়তন ১১.৫ বর্গ কিলোমিটার।[২] ৯ টি ওয়ার্ড নিয়ে এ পৌরসভাটি গঠিত।[৫] এ ৯টি ওয়ার্ডে ৯জন সাধারণ আসনের ওয়ার্ড কাউন্সিলর এবং ৩ জন সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নির্বাচিত হন। মাননীয় মেয়র ও সম্মানিত কাউন্সিলরগণ জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম গৌরনদী থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১১৯নং নির্বাচনী এলাকা বরিশাল-১ এর অংশ।
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী গৌরনদী পৌরসভার মোট জনসংখ্যা ৪২,৪৩৮ জন। এর মধ্যে পুরুষ ২১,২০৫ জন এবং মহিলা ২১,২৩৩ জন। মোট পরিবার ৯,৪১৭টি।[৬]ভোটার ৩৭,৫৪৪ জন
শিক্ষা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী গৌরনদী পৌরসভার সাক্ষরতার হার ৬৮.৯%।[৬] এখানে ১টি সরকারি কলেজ ও ১টি বেসরকারি মহিলা কলেজ রয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার জন্য ৬টি মাধ্যমিক বিদ্যালয়, ১৫টি প্রাথমিক বিদ্যালয় ও ৪টি মাদ্রাসা রয়েছে।[২]
চেয়ারম্যান ও মেয়রগণের তালিকা
সম্পাদনা- মোঃ হারিছুর রহমান
উল্লেখযোগ্য স্থান ও স্থাপনা
সম্পাদনা- কসবা মসজিদ
- কমলাপুর জামে মসজিদ
- মাহিলারা মঠ
- গৌরনদী জমিদার বাড়ি
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "পৌরসভা নির্বাচন ২০১০-১১ বিজয়ীর তালিকা(মেয়র)"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মে ২০১৫।
- ↑ ক খ গ "এক নজরে গৌরনদী পৌরসভা"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১০ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৫।
- ↑ "পৌরসভার তালিকা" (পিডিএফ)। স্থানীয় সরকার বিভাগ। সংগ্রহের তারিখ ২৬ মে ২০১৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "বরিশালের গৌরনদী পৌরসভা"। দৈনিক প্রথম আলো। ১৯ ডিসেম্বর ২০১০। সংগ্রহের তারিখ ২৭ মে ২০১৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "গৌরনদী পৌরসভা ওয়ার্ড সমূহ"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১০ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৫।
- ↑ ক খ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০১৯।