গৌরদাস বসাক (১৮২৬ - ১৮৯৯) উনবিংশ শতাব্দীর একজন বিশিষ্ট বাঙালি লেখক। মাইকেল মধুসূদন দত্তের ওপর অধিকাংশ তথ্য পাওয়ার পেছনে তার অবদান অতুলনীয়।[]

গৌরদাস বসাক
গৌরদাস বসাক
জন্ম১৮২৬
মৃত্যু১৮৯৯(1899-00-00) (বয়স ৭২–৭৩)
পেশাশিক্ষাবিদ, লেখক

হিন্দু কলেজে (বর্তমানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়) পড়ার সময় তিনি মাইকেল মধুসূদন দত্তের সহপাঠী ছিলেন।[] তিনি সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরেরও সঙ্গী ছিলেন। তিনি মৌলিক রচনায় প্রভাব বিস্তার না করলেও তৎকালীন সাংস্কৃতিক ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। তিনি 'রত্নাবলী ' নাটকে একটি উল্লেখযোগ্য ভূমিকায় অভিনয় করেন। কর্মজীবনে ডেপুটি ম্যাজিস্ট্রেট থাকাকালীন তিনি কর্মসূত্রে যেখানেই গেছেন সেখানকার ঐতিহ্যবাহী প্রত্নতত্ত্ব বিষয়ে তথ্যবহুল প্রবন্ধ রচনা করেছেন।[] তিনি হাওড়ায় থাকাকালীন Notes on a Buddhist Monastery at Bhot Bagan in Howrah নামে একটি প্রবন্ধ রচনা করেন।[]

তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফেলো, ইংল্যান্ডের ফিলোলজিক্যাল সোসাইটি ও ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন। তিনি বঙ্গীয় রয়্যাল এশিয়াটিক সোসাইটির সদস্য ও জেনারেল সেক্রেটারি ছিলেন। তিনি বরানগরে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. The Calcutta Review (ইংরেজি ভাষায়)। ১৯০১। 
  2. "দত্ত কুলোদ্ভব কবি শ্রীমধুসূদন"www.anandabazar.com। নভেম্বর ১৬, ২০১৯। সংগ্রহের তারিখ ২০২১-১১-০৬ 
  3. সেনগুপ্ত, সুবোধচন্দ্র; বসু, অঞ্জলি, সম্পাদকগণ (১৯৭৬)। সংসদ বাঙালী চরিতাভিধান। ৩২ এ আচার্য প্রফুল্লচন্দ্র রোড, কলকাতা-৯: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ১৪০। 
  4. দ্য অনানারি ফিলোলজিক্যাল সেক্রেটারি, কলকাতা (১৮৯১)। Journal of the Asiatic Society of Bengal। ৫২ পার্ক স্ট্রিট, কলকাতা: এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ৫০। 

আরও পড়ুন

সম্পাদনা
  • Journal of the Asiatic Society of Bengal. Vol. LIX. 189.pp. 50–9. Notes on a Buddhist Monastery at Bhot Bagan in Howrah