গৌড়স্থান সিকদার পাড়া

চট্টগ্রামের লোহাগাড়ার একটি ঐতিহাসিক স্থান গৌড়স্থান সিকদার পাড়া। ১৮ শতকের শেষের দিকে চিরস্থায়ী বন্দোবস্ত আওতায় জমিদারি ক্রয় করে, তৎকালীন গৌড়স্থানে এসে বসতি স্থাপন করে গৌড়স্থান সিকদার বংশ। তাই গৌড়স্থান সিকদার পরিবারের নাম অনুসারে ওই স্থান গৌড়স্থান সিকদারের পাড়া হিসেবে পরিচিত লাভ করে।

ইতিহাস

সম্পাদনা

গৌড়স্থান সিকদার পাড়ার প্রাচীন দার্শনিয় নিদর্শন হল সিকদার পাড়া জামে মসজিদের সামনের ৩০০ বছরের পুরনো গাব গাছ। গৌড়স্থান সিকদার বংশ এই স্থাপনে বসতি স্থাপনের পর মুসলিম হওয়াতে, তারা এখানে মসজিদ প্রতিষ্ঠা করেন। গৌড়স্থান সিকদার পাড়া জামে মসজিদের বয়স ২৫০ বছরের চেয়ে বেশি।

বিখ্যাত ব্যক্তিত্ব ও পরিবার

সম্পাদনা
  • গৌড়স্থান সিকদার পরিবার
  • মাগন আলী সিকদার
  • গৌড়স্থান মিয়াজী পরিবার
  • মাওলানা আব্দুল খালেক হুজুর ( প্রতিষ্ঠাতা : গৌড়স্থান আখতারউলুম দাখিল মাদ্রাসা, গৌড়স্থান নতুন বাজার, কেয়াজু পাড়া বাজার, শাহ মজিদিয়া হেফজখানা ও এতিমখানা)
  • মাওলানা ফরিদুল আলম ( প্রধান শিক্ষক গৌড়স্থান আখতারউলুম দাখিল মাদ্রাসা, প্রতিষ্ঠাতা ইমাম গাজ্জালীয়া হেফজখানা ও এতিমখানা)

হাটবাজার ও প্রতিষ্ঠান

সম্পাদনা
  • গৌড়স্থান নতুন বাজার (গৌড়স্থান সিকদার পাড়া)
  • গৌড়স্থান আধুনিক মাতৃছায়া কেজি স্কুল।
  • জিপি গ্রামার কেজি স্কুল।
  • শাহ মজিদিয়া রশিদিয়া হেফজ খানা ও এতিমখানা।
  • শাহ জব্বারিয়া হেফজখানা ও এতিমখানা।
  • ইমাম গাজ্জালী হেফজখানা ও এতিমখানা‌।
  • ইমাম গাজ্জালীয়া দীঘির পাড়।
  • গৌড়স্থান ব্রিক মেনুফ্যাকচারিং।

তথ্যসূত্র

সম্পাদনা