গোহালবাড়ী ইউনিয়ন
গোহালবাড়ী ইউনিয়ন বা ২নং গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ ভোলাহাট উপজেলার একটি প্রশাসনিক এলাকা।[১]
অবস্থান ও আয়তন
সম্পাদনাগোহালবাড়ী ইউনিয়নের আয়তন ২০০০ বর্গ কিঃ মিঃ। এবং লোকসংখ্যা ২৫৮৭০ জন (প্রায়)।[২]
শিক্ষা
সম্পাদনাশিক্ষার হার ৬২%। [৩]
কলেজ ১টি কারিগরি কলেজ ১টি, মাদ্রাসা দাখিল ৩টি, আলিম ২টি, ফজিল ২টি, উচ্চ বিদ্যালয় (বালক)-৩ টি, উচ্চ বিদ্যালয় (বালিকা)-১টি, প্রাথমিক বিদ্যালয় ০৯টি, নূরানী মাদ্যাসা ২টি, হাফেজ খানা ১টি, প্রতিবন্ধী স্কুল- ১টি ও এবতেদায়ী মাদ্রাসা ১ টি।
প্রশাসনিক ব্যবস্থা
সম্পাদনাগোহালবাড়ী ইউনিয়ন পরিষদ ভবন স্থাপন কাল আনুমানিক ১৯৬২ থেকে ১৯৬৩ সাল। এখানকার গ্রামের সংখ্যা ১৫ টি এবং মৌজার সংখ্যা ১০ টি।
ওযার্ড ভিত্তিক লোকসংখ্যা।
গ্রামের নাম | জনসংখ্যা | গ্রামের নাম | জনসংখ্যা |
সুরানপুর | ২০৫৬ | বজরাটেকলম্বাটোলা | ৮৬০ |
তিলোকী | ২৫৭৯ | কানারহাটশাহপাড়া | ৬১২ |
বীরেশ্বরপুর | ২৮৬৫ | বজরাটেক | ২০২৮ |
কুমিরজান | ২০৫০ | মুন্সিগঞ্জ | ১০৫০ |
মুসলিমনগর | ১৪২০ | পিরানচক | ৯৮০ |
মহাম্মাদপুর | ৩০০ | আলিসাহাসপুর | ৮৬০ |
আহম্মদপুর | ১৩৬০ | গোহালবাড়ী | ৩৮১৫ |
বাচ্চামারী | ৩৬০ | ||
খালেআলমপুর | ৩২৮৭ | ||
রাধানগর | ১৮১০ |
মানচিত্রে ইউনিয়ন
সম্পাদনাবাংলাদেশের শেষ সীমান্তে গড়ে উঠা এই গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ। আমাদের এই ইউনিয়নটি ভোলাহাট উপজেলার একটি মধ্যবর্তী ইউনিয়ন। আম ও রেশম চাষের জন্য বিখ্যাত। এই বিলে প্রচুর ধান ও মাছ চাষ করা হয়। অত্যন্ত মনোরম ও শান্তিপূর্ন এলকায় এই গোহালবাড়ী ইউনিয়ন পরিষদটি অবস্থিত।
বিশেষ অর্জন
সম্পাদনা- বিশুদ্ধ পানির ট্যাংকির । পনির ট্যাংকিটি গোহালবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডে সুরানপুর গ্রামে অবস্থিত।
হাট-বাজার
সম্পাদনাক্রমিক | নাম | আয়তন | তথ্য প্রদানকারী ব্যক্তি | চান্দিনা ভিটির সংখ্যা | ইজারা মূল্য | ঠিকানা |
১ | সুরানপুর বাজার | ৭ শতক | প্রয়-২০,০০০ টাকা | সুরানপুর, সুরানপুর, ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ। | ||
২ | গোহালবাড়ী হাট | ১ একর প্রয় | প্রয়-২০,০০০০০ টাকা | গোহালবাড়ী, সন্ন্যাসীতলা, ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ। | ||
৩ | মুন্সিগঞ্জ হাট | ৬৬ শতক প্রায় | প্রয়-৮০,০০০ টাকা | মুন্সিগঞ্জ, বজরাটেক, ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ। | ||
৪ | উপর কারহাট বাজার | ২৫ শতক | প্রয়-২০,০০০ টাকা | কানারহাট, বজরাটেক, ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ। |
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাউপজেলা সদর হইতে রিক্সা কিংবা নোসিমন বা অটোরিক্সা যোগে কলেজ মোড় হইয়া সোজা উত্তরে।
ঐতিহাসিক স্থান
সম্পাদনামহানন্দা নদীর তীর, বরখা পীরের মাজার[৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "এক নজরে গোহালবাড়ী ইউনিয়ন"। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ২০০৫ সালের আদম শুমারি
- ↑ ২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী
- ↑ "এক নজরে গোহালবাড়ী ইউনিয়ন"। gohalbariup.chapainawabganj.gov.bd। ২০২৩-০৩-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-২৯।