গোহালবাড়ী ইউনিয়ন

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার একটি ইউনিয়ন

গোহালবাড়ী ইউনিয়ন বা ২নং গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ ভোলাহাট উপজেলার একটি প্রশাসনিক এলাকা।[]

অবস্থান ও আয়তন

সম্পাদনা

গোহালবাড়ী ইউনিয়নের আয়তন ২০০০ বর্গ কিঃ মিঃ। এবং লোকসংখ্যা ২৫৮৭০ জন (প্রায়)।[]

শিক্ষা

সম্পাদনা

শিক্ষার হার ৬২%। []

কলেজ ১টি কারিগরি কলেজ ১টি, মাদ্রাসা দাখিল ৩টি, আলিম ২টি, ফজিল ২টি, উচ্চ বিদ্যালয় (বালক)-৩ টি, উচ্চ বিদ্যালয় (বালিকা)-১টি,  প্রাথমিক বিদ্যালয় ০৯টি, নূরানী মাদ্যাসা ২টি, হাফেজ খানা ১টি, প্রতিবন্ধী স্কুল- ১টি ও এবতেদায়ী মাদ্রাসা ১ টি।

প্রশাসনিক ব্যবস্থা

সম্পাদনা

গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ ভবন স্থাপন কাল আনুমানিক ১৯৬২ থেকে ১৯৬৩ সাল। এখানকার গ্রামের সংখ্যা ১৫ টি এবং মৌজার সংখ্যা ১০ টি।

ওযার্ড ভিত্তিক লোকসংখ্যা।

গ্রামের নাম জনসংখ্যা গ্রামের নাম জনসংখ্যা
সুরানপুর ২০৫৬ বজরাটেকলম্বাটোলা ৮৬০
তিলোকী ২৫৭৯ কানারহাটশাহপাড়া ৬১২
বীরেশ্বরপুর ২৮৬৫ বজরাটেক ২০২৮
কুমিরজান ২০৫০ মুন্সিগঞ্জ ১০৫০
মুসলিমনগর ১৪২০ পিরানচক ৯৮০
মহাম্মাদপুর ৩০০ আলিসাহাসপুর ৮৬০
আহম্মদপুর ১৩৬০ গোহালবাড়ী ৩৮১৫
বাচ্চামারী ৩৬০
খালেআলমপুর ৩২৮৭
রাধানগর ১৮১০

মানচিত্রে ইউনিয়ন

সম্পাদনা

বাংলাদেশের শেষ সীমান্তে গড়ে উঠা এই গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ। আমাদের এই ইউনিয়নটি  ভোলাহাট উপজেলার একটি মধ্যবর্তী ইউনিয়ন। আম ও রেশম চাষের জন্য বিখ্যাত। এই বিলে প্রচুর ধান ও মাছ চাষ করা হয়। অত্যন্ত মনোরম ও শান্তিপূর্ন এলকায় এই গোহালবাড়ী  ইউনিয়ন পরিষদটি অবস্থিত।

বিশেষ অর্জন

সম্পাদনা
  • বিশুদ্ধ পানির ট্যাংকির । পনির ট্যাংকিটি গোহালবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডে সুরানপুর গ্রামে অবস্থিত।

হাট-বাজার

সম্পাদনা
ক্রমিক নাম আয়তন তথ্য প্রদানকারী ব্যক্তি চান্দিনা ভিটির সংখ্যা ইজারা মূল্য ঠিকানা
সুরানপুর বাজার ৭ শতক প্রয়-২০,০০০ টাকা সুরানপুর, সুরানপুর, ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ।
গোহালবাড়ী হাট ১ একর প্রয় প্রয়-২০,০০০০০ টাকা গোহালবাড়ী, সন্ন্যাসীতলা, ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ।
মুন্সিগঞ্জ হাট ৬৬ শতক প্রায় প্রয়-৮০,০০০ টাকা মুন্সিগঞ্জ, বজরাটেক, ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ।
উপর কারহাট বাজার ২৫ শতক প্রয়-২০,০০০ টাকা কানারহাট, বজরাটেক, ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ।

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

উপজেলা সদর হইতে রিক্সা কিংবা নোসিমন বা অটোরিক্সা যোগে কলেজ মোড় হইয়া সোজা উত্তরে।

ঐতিহাসিক স্থান

সম্পাদনা

মহানন্দা নদীর তীর, বরখা পীরের মাজার[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "এক নজরে গোহালবাড়ী ইউনিয়ন"। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. ২০০৫ সালের আদম শুমারি
  3. ২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী
  4. "এক নজরে গোহালবাড়ী ইউনিয়ন"gohalbariup.chapainawabganj.gov.bd। ২০২৩-০৩-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-২৯