গোসাবা নদী

ভারতের নদী

গোসাবা নদী হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সুন্দরবন এলাকার একটি উপকূলবর্তী নদী। এই নদী সমুদ্রের জোয়ারের জলে পুষ্ট তাই এ নদীর জল লবণাক্ত। নদীটি দক্ষিণ ২৪ পরগনা জেলায় অবস্থিত।

গোসাবা নদ
দেশ  ভারত
রাজ্য পশ্চিমবঙ্গ
অঞ্চল পূর্ব ভারত
জেলা দক্ষিণ ২৪ পরগনা
Landmark সুন্দরবন
উৎস মাতলা নদী ও রায়মঙ্গল নদী
 - অবস্থান সুন্দরবন, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ, ভারত
মোহনা বঙ্গোপসাগর
 - অবস্থান সুন্দরবন, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ, ভারত

এই নদী মাতলা ও রায়মঙ্গল নদীর মিলনের ফলে উৎপন্ন হয়েছে। নদীটি উৎপন্ন হয়ে সুন্দরবনের মধ্য দিয়ে প্রবাহিত হয় বঙ্গোপসাগরে মিলিত হয়েছে।[]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Banerjee, Anuradha। "Environment, population, and human settlements of Sundarban Delta"। সংগ্রহের তারিখ ২০০৯-১১-১৪