গোলাম রহমান শাহ
গোলাম রহমান শাহ বাংলাদেশের দিনাজপুর জেলার রাজনীতিবিদ, আইনজীবী ও দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য।[১][২]
এ্যাডভোকেট গোলাম রহমান শাহ | |
---|---|
জাতীয় পরিষদ সদস্য (এমএনএ) | |
কাজের মেয়াদ ১৯৭০ – ১৯৭১ | |
দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ১৯৭৯ – ১৯৮২ | |
পূর্বসূরী | মোহাম্মদ ইউসুফ আলী |
উত্তরসূরী | জাফর মুহাম্মদ লুৎফর |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | দিনাজপুর জেলা |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
প্রাথমিক জীবন
সম্পাদনাগোলাম রহমান শাহ ১৯৩৮ সালের ৩ই এপ্রিল দিনাজপুর জেলার খানসামা উপজেলায় এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৮৩ সালের ২৬ শে আগষ্ট ৪৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
রাজনৈতিক জীবন
সম্পাদনাগোলাম রহমান শাহ একজন আইনজীবী ও মুক্তিযোদ্ধা। গোলাম রহমান শাহ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে দিনাজপুর জেলার সর্বদলীয় সংগ্রাম পরিষদের নেতা ছিলেন [৩][৪] তিনি ১৯৭০ সালের পাকিস্তানের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জাতীয় পরিষদ সদস্য (এমএনএ) নির্বাচিত হয়েছিলেন। এর পর ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দিনাজপুর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[১][২] গোলাম রহমান শাহ দিনাজপুর জেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে তিনি দিনাজপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "২য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২০।
- ↑ ক খ দিনাজপুর প্রতিনিধি (১৯ ডিসেম্বর ২০১৮)। "দিনাজপুরের ৬টি আসনে যারা প্রতিদ্বন্দ্বী, যারা জিতেছিলেন"। ব্রেকিংনিউজ.কম.বিডি। ২০ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২০।
- ↑ "মুক্তিযুদ্ধে দিনাজপুর"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৯ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২০।
- ↑ Lal, Shiv (১৯৮৫)। Bangla-Pak Polities (ইংরেজি ভাষায়)। Election Archives।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |