গোরক্ষপুর বিভাগ
(গোরখপুর বিভাগ থেকে পুনর্নির্দেশিত)
গোরখপুর বিভাগ (হিন্দি: गोरखपुर प्रमंडल) হল উত্তর ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের একটি প্রশাসনিক বিভাগ। এই বিভাগের সদর শহর হল গোরখপুর। ২০০৫ সালের পরিস্থিতি অনুসারে, এই বিভাগ চারটি জেলায় বিভক্ত। এই জেলাগুলি হল গোরখপুর, কুশীনগর, দেওরিয়া ও মহারাজগঞ্জ।