গোপালপুর ইউনিয়ন, মিঠাপুকুর

রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার একটি ইউনিয়ন

১৩ নং গোপালপুর ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন পরিষদ।[][] এটি ২৪.৩৮ বর্গকিমি (৯.৪১ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং ২০১১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ২১,৭৭৬ জন। ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা ১৮টি ও মৌজার সংখ্যা ১২টি।[]

গোপালপুর ইউনিয়ন
ইউনিয়ন
গোপালপুর ইউনিয়ন পরিষদ
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলারংপুর জেলা
উপজেলামিঠাপুকুর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট২৪.৩৮ বর্গকিমি (৯.৪১ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট২১,৭৭৬
 • জনঘনত্ব৮৯০/বর্গকিমি (২,৩০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

নামকরণ

সম্পাদনা

মোঘল শাসন আমলের রাজা গোপাল এর নামানুসারে এ ইউনিয়নের নাম রাখা হয় “গোপালপুর”। রাজা গোপাল এর রাজবাড়ি ইউনিয়নের উদয়পুরে আছে।

গ্রামসমূহ

সম্পাদনা
  1. বটেরচড়া
  2. বান্দের পাড়া
  3. কৃষ্ণপুর তেতুলবাড়ী
  4. চিলাখাল
  5. শাল্টিপাড়া
  6. শাল্টি গোপালপুর
  7. বগেরবাড়ী
  8. ধাপশ্যামপুর
  9. রামেশ্বরপুর মরিচবাড়ী
  10. ধাপউদয়পুর
  11. রাঙ্গাপুকুর
  12. দুর্গামতি
  13. তরফ লক্ষন
  14. গোপীনাথপুর
  15. কুঠির পাড়া
  16. গোকর্ন
  17. বোয়ালমারী
  18. সুলুঙ্গা
  19. উদয়পুর।[]

দর্শনীয় স্থান

সম্পাদনা

মোঘল শাসন আমলে রাজা গোপাল ও ভবচন্দ্র পাল এর রাজবাড়ী ও প্রকৃতি প্রদপ্ত ৫০০ একর সুবিশাল শালবন ও রাবার বাগান; শাহসুফী আজিম উদ্দিনের মাজার শরিফ, সুফী সাদক ও গো চারন ভূমী রাজার পুরাতন রাজবাড়ী, ধাপউদয়পুরে ৪ জন রানীর পুকুর ও তার ছেলে মেয়ের নাতী নাতনী সহ ১০০ টি পুকুর।[]

অন্যান্য

সম্পাদনা
  1. ঐতিহাসিক ৫ টি পুকুর-(১) শুভরানী পুকুর (২) কদরানী পুকুর, (৩) ঝলেআনী পুকুর, (৪) পদ্ম পুকুর এবং (৫) ঘোটক পুকুর।
  2. ঐতিহাসিক স্থান-রাজা ভবচন্দ্র পাঠ পুরাতন জমিদার বাড়ী (ধাপ উদয়পুর)
  3. কবর স্থান-৭ টি
  4. ঈদগাহ মাঠ-১২ টি
  5. মন্দির ও গীর্জা-৪ টি
  6. জামে মসজিদ-৫২ টি
  7. পোস্ট অফিস-১ টি
  8. হাট বাজার-৪ টি। []

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "গোপালপুর ইউনিয়ন"। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬ 
  2. "Union Parishad List"Local Government Engineering Department (LGED)। ৫ আগস্ট ২০১২। ৫ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৯ 
  3. "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬ 
  4. "গোপালপুর ইউনিয়ন"mgopalpurup.rangpur.gov.bd (ইংরেজি ভাষায়)। ২০২১-০৭-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৯ 
  5. "গোপালপুর ইউনিয়ন"mgopalpurup.rangpur.gov.bd (ইংরেজি ভাষায়)। ২০২১-০৭-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৯ 
  6. "গোপালপুর ইউনিয়ন"mgopalpurup.rangpur.gov.bd (ইংরেজি ভাষায়)। ২০২১-০৭-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা