গোপালপুর ইউনিয়ন, মিঠাপুকুর
রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার একটি ইউনিয়ন
১৩ নং গোপালপুর ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন পরিষদ।[১][২] এটি ২৪.৩৮ বর্গকিমি (৯.৪১ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং ২০১১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ২১,৭৭৬ জন। ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা ১৮টি ও মৌজার সংখ্যা ১২টি।[৩]
গোপালপুর ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
গোপালপুর ইউনিয়ন পরিষদ | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | রংপুর জেলা |
উপজেলা | মিঠাপুকুর উপজেলা |
আয়তন | |
• মোট | ২৪.৩৮ বর্গকিমি (৯.৪১ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২১,৭৭৬ |
• জনঘনত্ব | ৮৯০/বর্গকিমি (২,৩০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
নামকরণ
সম্পাদনামোঘল শাসন আমলের রাজা গোপাল এর নামানুসারে এ ইউনিয়নের নাম রাখা হয় “গোপালপুর”। রাজা গোপাল এর রাজবাড়ি ইউনিয়নের উদয়পুরে আছে।
গ্রামসমূহ
সম্পাদনা- বটেরচড়া
- বান্দের পাড়া
- কৃষ্ণপুর তেতুলবাড়ী
- চিলাখাল
- শাল্টিপাড়া
- শাল্টি গোপালপুর
- বগেরবাড়ী
- ধাপশ্যামপুর
- রামেশ্বরপুর মরিচবাড়ী
- ধাপউদয়পুর
- রাঙ্গাপুকুর
- দুর্গামতি
- তরফ লক্ষন
- গোপীনাথপুর
- কুঠির পাড়া
- গোকর্ন
- বোয়ালমারী
- সুলুঙ্গা
- উদয়পুর।[৪]
দর্শনীয় স্থান
সম্পাদনামোঘল শাসন আমলে রাজা গোপাল ও ভবচন্দ্র পাল এর রাজবাড়ী ও প্রকৃতি প্রদপ্ত ৫০০ একর সুবিশাল শালবন ও রাবার বাগান; শাহসুফী আজিম উদ্দিনের মাজার শরিফ, সুফী সাদক ও গো চারন ভূমী রাজার পুরাতন রাজবাড়ী, ধাপউদয়পুরে ৪ জন রানীর পুকুর ও তার ছেলে মেয়ের নাতী নাতনী সহ ১০০ টি পুকুর।[৫]
অন্যান্য
সম্পাদনা- ঐতিহাসিক ৫ টি পুকুর-(১) শুভরানী পুকুর (২) কদরানী পুকুর, (৩) ঝলেআনী পুকুর, (৪) পদ্ম পুকুর এবং (৫) ঘোটক পুকুর।
- ঐতিহাসিক স্থান-রাজা ভবচন্দ্র পাঠ পুরাতন জমিদার বাড়ী (ধাপ উদয়পুর)
- কবর স্থান-৭ টি
- ঈদগাহ মাঠ-১২ টি
- মন্দির ও গীর্জা-৪ টি
- জামে মসজিদ-৫২ টি
- পোস্ট অফিস-১ টি
- হাট বাজার-৪ টি। [৬]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "গোপালপুর ইউনিয়ন"। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬।
- ↑ "Union Parishad List"। Local Government Engineering Department (LGED)। ৫ আগস্ট ২০১২। ৫ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৯।
- ↑ "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬।
- ↑ "গোপালপুর ইউনিয়ন"। mgopalpurup.rangpur.gov.bd (ইংরেজি ভাষায়)। ২০২১-০৭-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৯।
- ↑ "গোপালপুর ইউনিয়ন"। mgopalpurup.rangpur.gov.bd (ইংরেজি ভাষায়)। ২০২১-০৭-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৯।
- ↑ "গোপালপুর ইউনিয়ন"। mgopalpurup.rangpur.gov.bd (ইংরেজি ভাষায়)। ২০২১-০৭-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৯।