গেয়র্গ বুশনার পুরস্কার

গেয়র্গ বুশনার পুরস্কার (জার্মান: Georg-Büchner-Preis) জার্মানির সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহিত্য পুরস্কার। ১৯২৩ সালে গেয়র্গ বুশনারের স্মরণে পুরস্কারটির প্রবর্তন করা হয় এবং প্রথমদিকে কেবলমাত্র বুশনারের জন্মভূমি হেসেন থেকে আগত বা হেসেনের সাথে সম্পর্কিত শিল্পীদেরকে দেয়া হত। এটি চিত্রধর্মী শিল্পী, কবি, অভিনেতা এবং গায়কদেরকে প্রদান করা হত।

১৯৫১ সালে পুরস্কারটি একটি সাধারণ পুরস্কারে পরিবর্তন করা হয় এবং ডয়চে আকাডেমি ফুর ষ্প্রাখে উন্ড ডিশটুং বাৎসরিকভাবে পুরস্কারটি প্রদান করা শুরু করে। বর্তমানে জার্মান ভাষার সমস্ত সাহিত্যিকদেরকে এটি প্রদান করা হয় এবং পুরস্কার বিজয়ীরা ডার্মষ্টাট শহরে পুরস্কার গ্রহণ করেন ও বক্তৃতা দেন। ২০০২ সাল থেকে পুরস্কারটির সাথে ৪০ হাজার ইউরো প্রদান করা শুরু হয়।

১৯৫১ সাল থেকে গেয়র্গ বুশনার পুরস্কার বিজেতাদের নাম

সম্পাদনা
  • ১৯৮৮ আলর্বাট ড্রাচ (১৯০২-১৯৯৫)
  • ১৯৮৭ এরকি ফ্রাইড (১৯২১-১৯৮৮)
  • ১৯৮৬ ফ্রডেরখি ডুরনেম্যাট (১৯২১-১৯৯০)
  • ১৯৮৫ হইেনার মুলার (১৯২৯-১৯৯৫)
  • ১৯৮৪ র্আনস্ট জ্যান্ডল (১৯২৫-২০০০)
  • ১৯৮৩ ওল্ফডযি়ট্রেচি শনুরে (১৯২০-১৯৮৯)
  • ১৯৮২ পটিার ওয়ইেস (১৯১৬-১৯৮২), মরণোত্তর
  • ১৯৮১ র্মাটনি ওয়ালসার (* ১৯২৭)
  • ১৯৮০ ক্রস্টিা ওল্ফ (* ১৯২৯)
  • ১৯৭৯ র্আনস্ট মইেস্টার (১৯১১-১৯৭৯), মরণোত্তর
  • ১৯৭৮ হারম্যান লনেজ (১৯১৩-১৯৯৮)
  • ১৯৭৭ রইেনার কুঞ্জ (*১৯৩৩)
  • ১৯৭৬ হেইঞ্জ পিওটেক (১৯২৫-২০০৩)
  • ১৯৭৫ মানসি স্পারবার (১৯০৫-১৯৮৪)
  • ১৯৭৪ হারম্যান কস্টেনে (১৯০০-১৯৯৬)
  • ১৯৭৩ পটিার হ্যান্ডকে (*১৯৪২) (১৯৯৯ সালে টাকা ফেরত দেন)
  • ১৯৭২ ইলযি়াস ক্যানটেি (১৯০৫-১৯৯৪)
  • ১৯৭১ উয়ে জনসন (১৯৩৪-১৯৮৪)
  • ১৯৭০ টমাস র্বানর্হাড (১৯৩১-১৯৮৯)
  • ১৯৬৯ হলেমুট হইেজনেবুটলে (১৯২১-১৯৯৬)
  • ১৯৬৮ গোল মান (১৯০৯-১৯৯৪)
  • ১৯৬৭ হনেরখি বল (১৯১৭-১৯৮৫)
  • ১৯৬৬ ওল্ফগ্যাং হলিডশেইেমার (১৯১৬-১৯৯১)
  • ১৯৬৫ গুন্টার গ্রাস (*১৯২৭)
  • ১৯৬৪ ইঙ্গর্বোগ বাচম্যান (১৯২৬-১৯৭৩)
  • ১৯৬৩ হ্যান্স ম্যাগনাস এঞ্জনেসর্বাগার (*১৯২৯)
  • ১৯৬২ ওল্ফগ্যাং কোপনে (১৯০৬-১৯৯৬)
  • ১৯৬১ হ্যান্স এরখি নোস্যাক (১৯০১-১৯৭৭)
  • ১৯৬০ পল সলোন (১৯২০-১৯৭০)
  • ১৯৫৯ গুন্টার ইচ (১৯০৭-১৯৭২)
  • ১৯৫৮ ম্যাক্স ফ্রশি (১৯১১-১৯৯১)
  • ১৯৫৭ এরকি কাস্টনার (১৮৯৯-১৯৭৪)
  • ১৯৫৬ র্কাল ক্রোলো (১৯১৫-১৯৯৯)
  • ১৯৫৫ মারি লুইস কাসনৎিজ (১৯০১-১৯৭৪)
  • ১৯৫৪ র্মাটনি কসেলে (১৯০১-১৯৯০)
  • ১৯৫৩ র্আনস্ট ক্রুডার (১৯০৩-১৯৭২)
  • ১৯৫২ পুরস্কার দওেয়া হয়নি
  • ১৯৫১ গটফ্রাইড বনে (১৮৮৬-১৯৫৬)

১৯২৩-১৯৫০ সালের পুরস্কার বিজেতাদের নাম

সম্পাদনা
  • ১৯৫০ এলজিাবথে ল্যাংগাসার (১৮৯৯-১৯৫০)
  • ১৯৪৮ হারম্যান হসে (১৮৯৭-১৯৬৬)
  • ১৯৪৭ আনা সর্ঘোস (১৯০০-১৯৮৩)
  • ১৯৪৬ ফ্রটিজ ইউজার (১৮৯৫-১৯৮২)
  • ১৯৪৫ হান্স শবিলেহুথ (১৮৯৫-১৯৪৪)
  • ১৯৩৩-১৯৪৪ দেওয়া হয়নি
  • ১৯৩২ আলর্বাট এইচ রাউশ (১৮৮২-১৯৪৯)
  • ১৯৩০ নিকোলাস স্কোয়ার্তজপ (১৮৮৪-১৯৬২)
  • ১৯২৯ র্কাল জুকমায়ার (১৮৯৬-১৯৭৭)
  • ১৯২৭ কাসমিরি এডসমডি (১৮৯০-১৯৬৬)
  • ১৯২৫ উইলহমে মশিলে (১৮৭৭-১৯৪২)
  • ১৯২৪ আলফ্রডে বক (১৮৫৯-১৯৩২)
  • ১৯২৩ অ্যাডাম ক্যারলিন (১৮৫৩-১৯৩৮)

আরও দেখুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা